
ওঙ্কার ডেস্ক: আসছে অভিনেতা মনোজ বাজপেয়ীর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’ এর তৃতীয় সিজন। এই পর্বের জন্য অপেক্ষায় রয়েছেন তাঁর অনুরাগী ও দর্শকরা। অ্যামাজন প্রাইম আগেই এক ভিডিওতে জানিয়েছিল, সিরিজটি মুক্তি পাবে ২০২৫ সালে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে মনোজ বাজপেয়ী জানিয়েছেন, এই সিরিজটি নভেম্বরে মুক্তি পেতে চলেছে।
তিনি জানিয়েছেন, এই সিজনে নতুন সংযোজন হলেন জয়দীপ আহলাওয়াত। মনোজ বলেন, “দ্য ফ্যামিলি ম্যান ৩ নভেম্বরেই মুক্তি পাচ্ছে। অনেকেই ইতিমধ্যে জেনে গিয়েছেন, এই সিজনে নতুন চরিত্র এসেছে। বছর দুই আগে আমরা জয়দীপ আহলাওয়াতকে কাস্ট করেছি। ‘পাতাল লোক’ সিজন ২-এ দুর্দান্ত অভিনয়ের পর, এবার তিনি আমাদের সিজন ৩-তেও আছেন। এটি এবার অসাধারণ সিজন হতে চলেছে।”
ফিল্মফেয়ার-কে একটি সূত্র জানিয়েছিল, “এই সিজনে জয়দীপ আহলাওয়াতের চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তিনি মনোজ বাজপেয়ীর চরিত্র শ্রীকান্তের বিরুদ্ধে অভিনয় করবেন। ফলে দুই দাপুটে অভিনেতার টানটান অভিনয় দেখার সুযোগ পাবেন দর্শকরা।”
রাজ নিদিমোরু, কৃষ্ণ ডিকে এবং সুমন কুমারের লেখা ‘দ্য ফ্যামিলি ম্যান’ একটি জনপ্রিয় অ্যাকশন-থ্রিলার সিরিজ। ২০১৯ সালে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়ার পর থেকেই এটি বিপুল জনপ্রিয়তা পেয়েছে। ২০২১ সালে মুক্তি পায় দ্বিতীয় সিজন, যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন সামান্থা রুথ প্রভু।
সম্প্রতি, তৃতীয় সিজনের শুটিং শেষ হওয়ার পর পরিচালক রাজ ও ডিকে সমাজমাধ্যমে ছবি শেয়ার করে লেখেন, “দ্য ফ্যামিলি ম্যান ৩-র শুটিং শেষ! এত কঠিন শুটিংয়ের পর দারুণ এক টিমের সঙ্গে কাজ করে আনন্দ পেলাম।” তবে এখনও পর্যন্ত এই সিরিজের নির্দিষ্ট মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।