
ওঙ্কার ডেস্ক: দিন কয়েক আগে রক্তাক্ত মুখে হাতে কাটারি নিয়ে নতুন অবতারে সামনে এসেছিলেন মিমি চক্রবর্তী। ‘দুষ্টু কোকিল’ থেকে সোজা ‘ডাইনি’র লুকে নায়িকা। এবার ভাষা দিবসে ‘ডাইনি’র কর্মকাণ্ডের ঝলক দেখালেন অভিনেত্রী। নাম দেখে অনেকেই ভেবেছিলেন মিমি’কে ডাইনি’র চরিত্রে দেখা যাবে। না গল্প তেমনটা ঠিক নয় জানিয়েছিলেন পরিচালক নির্ঝর মিত্র।
উত্তরবঙ্গের প্রেক্ষাপটে দুই বোনকে কেন্দ্র করে ‘ডাইনি’র গল্প। পাতা ও লতা দুই বোন। মিমি চক্রবর্তীকে দেখা যাবে পাতার চরিত্রে। পরিচালক নির্ঝর মিত্র এক্ষেত্রে রিয়েল লাইফের নাম রিল লাইফে তুলে ধরেছেন। তাঁর মায়ের নাম পাতা এবং মাসির নাম লতা। দুই বোনের সম্পর্কের জটিলতার গল্প দেখা যাবে এই সিরিজে। বাস্তবজীবনের বেশ কিছু ঘটনার সঙ্গে কাল্পনিক কাহিনী নিয়ে চিত্রনাট্য সাজানো হয়েছে। বিস্তারিত জানতে অপেক্ষা করতে হবে ১৪ মার্চ পর্যন্ত। কারণ সেদিনই হইচই-এর পর্দায় মুক্তি পাচ্ছে ‘ডাইনি’।
ছবিটি দেখার জন্য মিমির অনুরাগী থেকে সকল দর্শক সকলেই অপেক্ষা করে রয়েছেন। উল্লেখ ছবির লুক শেয়ারের পরে, অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি লিখেছিলেন, ‘লুকিং ফরওয়ার্ড’ অর্থাৎ এই সিরিজ দেখার জন্য তিনি মুখিয়ে আছেন। পাল্টা উত্তর দিয়েছেন মিমিও। শুভশ্রীকে ভালবাসার ইমোজিও শেয়ার করতে দেখা গিয়েছে তাঁকে। ‘ডাইনি’র লোকেশন হিসেবে পরিচালক বেছে নিয়েছিলেন উত্তরবঙ্গের বেশ কিছু জায়গা। সেখানকার বিভিন্ন লোকেশনে সিরিজের শুটিং হয়েছে।