
ওঙ্কার ডেস্ক- মহাকুম্ভ থেকে সোজা বলিউডে যাত্রার কথা আগেই শোনা গিয়েছিল ভাইরাল মোনালিসার। প্রয়াগের ১৬ বছরের কন্যা এই মুহূর্তে বলিউডের উঠতি নায়িকা। মিলেছে ছবির অফার। পরিচালক সনোজ মিশ্রের আগামী ছবিতে দেখা যাবে তাঁকে। তবে মোনালিসার পড়াশোনা করা হয়নি, অক্ষরজ্ঞান নেই তাঁর। তাই নতুন করে লেখাপড়া শুরু করেছেন মোনালিসা। তাঁকে বাড়িতে এসে পড়াচ্ছেন পরিচালক সনোজই।
নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সেই ভিডিয়ো শেয়ার করেছেন পরিচালক। তিনি জানান, মোনালিসা পড়াশোনা শেখেনি। তাই নিজেই উদ্যোগী হয়ে ABCD শেখাচ্ছেন তিনি। যদিও প্রথমে রটেছিল মোনালিসা নাকি আল্লু অর্জুনের নায়িকা হবে দক্ষিণী ছবিতে, পরে সেসব কথা মিলিয়ে গেলেও বলিউডের অফার কিন্তু মিথ্যে নয়। মোনালিসা ভাইরাল হওয়ার পরেই তাঁর সঙ্গে দেখা করতে যান পরিচালক সনোজ ও তাঁর টিম। তাঁর আগামী ছবি ‘দ্য ডায়েরি অব মণিপুর’-এ মোনালিসাকে কাজের সুযোগ করে দিয়েছেন তিনি। মোনালিসা রাজিও হন। তবে তার আগে দরকার প্রস্তুতির। সেই কাজেই আপাতত লিপ্ত তিনি। জোরকদমে চলছে পড়াশোনা।
মধ্যপ্রদেশের মহেশ্বরে বাস মোনালিসার। মেলায় গিয়েছিল রুদ্রাক্ষের মালা বেচতে। হঠাৎ করেই ভাইরাল হয়ে মোনালিসা। তাঁর ধূসর চোখের দ্যুতি ই নজর কাড়ে সকলের। জনপ্রিয়তা আচমকাই এতটাই উচ্চে পৌঁছে যায় যে মেলা ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হন মোনালিসা।
ভিডিও দেখুন-