
ওঙ্কার ডেস্কঃ বাঙালির বারো মাসে তেরো পার্বণ। কোথাও মেলা, পিঠে-পুলি উৎসব কোথাওবা নাট্য উৎসব চলে শীতের মরশুমে। মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর ‘উত্তর-দক্ষিণ’ নাট্য উৎসব শুরু হয়েছে জলপাইগুড়ি রবীন্দ্র ভবনে। দশম বর্ষ উপলক্ষ্যে তিনদিন ধরে চলবে এই নাট্য উৎসব। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত।
মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর নির্দেশক রীণা ভারতী জানান, গত ১৯ এপ্রিল নাট্যগোষ্ঠীর উৎসব দশ বছরে পদার্পণ করে। নাট্য উৎসব উপলক্ষ্যে পদযাত্রার আয়োজনও করা হয়েছিল। এছাড়া সারা বছর ধরে নানা অনুষ্ঠানও আয়োজিত হয়েছে।
তিনি আরও জানান, বিভিন্ন জায়গার নাটক মঞ্চস্থ হবে এই উৎসবে। কলকাতা, কোচবিহার, শিলিগুড়ি-সহ অন্যান্য জায়গার ৬ টি নাটক মঞ্চস্থ হবে নাট্য উৎসবে। উত্তর দিনাজপুর বিচিত্রা নাট্য সংস্থা প্রযোজিত নাটক ‘মেঘ’, শিলিগুড়ি ইঙ্গিত নাট্য সংস্থা প্রযোজিত নাটক ‘অমীমাংসিত’, কোচবিহার কম্পাস প্রয়োজিত নাটক ‘না- মানুষি জমিন’, হলদিবাড়ি নাট্যায়ন প্রযোজিত নাটক ‘মেথুয়া’। এছাড়াও শান্তিপুর সাংস্কৃতিক প্রযোজিত দুটি নাটক ‘গন্ধজালে’ এবং ‘ফিরে দেখা’ অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।