
ওঙ্কার ডেস্ক: অভিনেত্রী নীনা গুপ্তা বরাবরই স্পষ্টবক্তা হিসাবেই পরিচিত। তাঁর তীক্ষ্ণবুদ্ধি অভিনয়ের সঙ্গে দৃঢ় স্বভাবের ব্যক্তিত্বে নজর কেড়েছে অভিনেত্রী। নিজের শর্তে জীবন কিতিয়েছে তিনি। বহুদিন আগে ‘নারীবাদ’কে ‘ফালতু ধারণা’ বলে বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। আজ আবার সেই নারীবাদ নিয়েই সরব হতে দেখা গেল তাঁকে। ফের এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন নীনা। যে দেশে কামসুত্র, বাৎস্যায়ন নিয়ে চর্চা চলে সেই দেশের নারীরা নাকি যৌনতৃপ্তির বিষয়ে ওয়াকিবহালই নয়!
সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতীয়দের যৌনতা ও সেখানে নারীদের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী উত্তরে বলেন, “আমার দুঃখ হয় এদেশের মেয়েদের জন্য।” এদেশের ৯৯% মেয়েদের হয়ে আমি কথা বলছি। আমি জানি আমার কথাই তাদের মনের কথা। ভারতের ৯৫% মেয়েরা যৌনতৃপ্তি কাকে বলে জানেই না। তারা ভাবে পুরুষকে আনন্দ দেওয়া আর সন্তান ধারণ করাই তাদের কাজ। অতৃপ্তি নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেয়। মুখ ফুটে বলতে পারে না, উপভোগও করতে পারে না।”
তিনি আরও বলেন, “আমার বাড়িতে একসময় যৌনতা নিয়ে প্রকাশ্যে এই নিয়ে কথা বলা যেত না। এখন মনে হয়, এত রাখঢাকের কোনও প্রয়োজন ছিল না। এটা আমাদের জীবনের অঙ্গ। ইন্ড্রাস্ট্রিতে যখন নতুন ছিলাম মেকআপ রুমে লুকিয়ে মাইক লাগাতাম। এখন সেটের এককোণে গিয়ে নিজেই মাইক লাগাই। সেটের পুরুষ সহকর্মীরা এই বিষয়ে অনেক সময় সাহায্যও করে থাকেন।” এভাবেই আরও একবার নারী হিসাবে নিজের অবস্থান স্পষ্ট করলেন নীনা।