
ওঙ্কার ডেস্ক: ৯ বছর পর আবার একসঙ্গে দেখা গেল প্রযোজক রানা সরকার এবং দেবকে। মুক্তি আটকে অভিনেতা তথা প্রযোজক দেবের স্বপ্নের প্রজেক্ট। প্রযোজক হিসাবে ‘ধূমকেতু’ ছবির মাধ্যমেই বড় পর্দায় প্রযোজক দেব কাজ শুরু করেছিলেন। যৌথ প্রযোজনায় তৈরি হয়েছিল এই ছবি। কিন্তু নানা সমস্যায় মুক্তি পায়নি সেই ছবি।
২০১৬ থেকে ২০২৫ মাঝের সময় অনেকটা পেরিয়ে গেছে। প্রায় ৯ বছর পর আশার আলো দেখালেন দুই প্রযোজক। বুধবার সন্ধ্যায় রানা এবং দেব দুজনেই একটি ছবি পোস্ট করেছেন। অভিনেতার অফিসে দুজনে দাঁড়িয়ে। পিছনে ‘দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স’ জ্বলজ্বল করছে। সেই পোস্টে রানা লিখেছেন, “এখন নয় তো কোনও দিন নয়।” তার পর থেকেই সকলের মনে তৈরি হয়েছে হাজারো প্রশ্ন। তবে কি অপেক্ষার অবসান? মুক্তি পেতে চলেছে ‘ধূমকেতু’?
প্রযোজক জানিয়েছেন, ধূমকেতু হবেই। তবে আর একটু অপেক্ষা করতে হবে। ২০১৬ সালে শুটিং হয় এই ছবির। নানা কারণে মুক্তি পিছিয়েছে। ৪ কোটি খরচ করে ‘ধূমকেতু’র শুট করেছিলেন রানা। কিন্তু আইনি জটিলতায় আটকে যায় ছবির মুক্তি।
এই ছবিতে পরিচালক কৌশিক গাঙ্গুলি, দেব-এর চরিত্রকে এমনভাবে তৈরি করেছেন, যা নায়কের প্রতি সম্পূর্ণ সুবিচার করবে। এই ছবি যদি মুক্তি পায় তাহলে বহু বছর পরে আবারও বড় পর্দায় দর্শক পাবেন দেব-শুভশ্রী জুটিকে।