
ওঙ্কার ডেস্ক: ফের বড়পর্দায় ফিরছেন ঋত্বিকা সেন সেই খবর আগেই এসেছিল। এবার জানা গেল প্রথমবার জুটি বেঁধে বড়পর্দায় আসছেন রোহন-ঋত্বিকা। ছবির নাম ‘এ মন তোকে দিলাম।’ প্রেমের বহু অজানা সংজা তাই এবার হারিয়ে যাওয়া নিঃস্বার্থ প্রেম কাহিনি নিয়ে আসছেন পরিচালক কঙ্কন ভট্টাচার্য। বসন্তের আমেজে প্রেমের গল্পে দর্শকের মন রাঙাবেন রোহন ভট্টাচার্য ও ঋত্বিকা সেন।
গল্পে দু’জনের প্রেমের রাস্তা একেবারেই সহজ নয়। বহু বাধা পেরিয়ে, ভুল বোঝাবুঝি সরিয়ে একে অপরের হাত ধরবেন তাঁরা। ছবিতে প্রেম ছাড়াও থাকবে ভরপুর অ্যাকশন। সেই সঙ্গে গল্পের মোড়ে থাকবে আরও চমক।
ছবিতে রোহন-ঋত্বিকা ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিশ্বজিৎ চক্রবর্তী, বলিউডের মধুমিতা গুপ্তকে এছাড়াও বিশেষ চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। জানা যাচ্ছে, চলতি বছরের মাঝামাঝি সময়ে শুরু হবে ছবির শুটিং।
রোহন ও ঋত্বিকার অভিনয়ের যাত্রা টলিউডে শুরু হলেও দু’জনেই তাদের দেখা গেছে বলিউডেও। এবার বাংলার এই নতুন জুটির পর্দায় রসায়ন কতটা জমবে সেটাই দেখার?