
ওঙ্কার ডেস্ক: পরিবারের সদস্যের সঙ্গে মহাকুম্ভে পৌঁছে ছিলেন প্রযোজক-অভিনেত্রী নীলাঞ্জনা শর্মা। আস্থার ডুব দিয়ে বারাণসির উদ্দেশে যাওয়ার কথা ছিল তাঁর। সেখানেই পালন করবেন মহাশিবরাত্র। কিন্তু আচমকাই বাবার গুরুতর অসুস্থতার জেরে তড়িঘড়ি প্রয়াগরাজ থেকে কলকাতায় ফিরতে হল অভিনেত্রীকে।
ইতিমধ্যেই অভিনেত্রীর জীবনের ওপর দিয়ে বয়ে গেছে নানা ঝড়-ঝাপটা। দাম্পত্যে ভাঙ্গন, মা’কে হারানো। স্বাভাবিক জীবনে ধীরে ধীরে ফিরছিলেন তিনি। ২১ ফেব্রুয়ারি ছিল তাঁর জন্মদিন। সেই দিনই বেরিয়ে পড়েছিলেন কুম্ভের উদ্দেশ্যে। এরমধ্যেই টলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, নীলাঞ্জনা শর্মার বাবা গুরুতর অসুস্থ। আইসিইউতে রয়েছেন তিনি। দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিসে আক্রান্ত অভিনেত্রীর বাবা। ভর্তি রয়েছেন বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে। খবর পেয়েই মঙ্গলবার কলকাতায় ফিরে আসেন নীলাঞ্জনা। অভিনেত্রীর বাবার শারীরিক পরিস্থিতি বর্তমানে তুলনামূলক ভালো হলেও আরও কিছুদিন তাঁকে হাসপাতালে থাকতে হবে বলে জানা গিয়েছে। এদিকে বাবার অসুস্থতার খবর পেয়েই মুম্বই থেকে ছুটে এসেছেন নীলাঞ্জনার বোন চন্দনা ভৌমিকও। এবার বাড়িতেই শিবরাত্রি পালন করলেন প্রযোজক-অভিনেত্রী।