
ওঙ্কার ডেস্ক- বার বার খবরের শিরোনামে উঠে আসছে নোরা ফতেহি। কিছু দিন আগেই লস অ্যাঞ্জেলেসের ভয়ঙ্কর দাবানাল থেকে বেঁচে ফিরেছেন নায়িকা। সমাজমাধ্যমে ছড়িয়েছে নোরার মৃত্যুসংবাদ। শোনা যায়, দুঃসাহসিক ক্রীড়ায় যোগ দিতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন তিনি। ‘বাঞ্জি জাম্পিং’-এ যোগ দিতে গিয়েই বিপত্তি। পাহাড়ের খাদে পড়ে গিয়েছেন নোরা। সেখানেই মৃত্যু হয় তাঁর। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়িয়েছে নেটপাড়ায়। নায়িকার অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে জল্পনা।

এই ঘটনার সত্যতা কী? কীভাবে ঘটলো এই দুর্ঘটনা? সত্যিই কি নোরার সঙ্গে ঘটে গিয়েছে চরম অঘটন? অনুসন্ধান করতে গিয়েই বেরিয়ে আসল সত্য। নোরার সহযোগী দলের তরফে একটি বিবৃতি প্রকাশ করে তাতে জানানো হয়, যা রটেছে তা একেবারেই ভুয়ো ও মিথ্যে। ভাল আছেন নোরা। সুস্থ আছেন নায়িকা।
জন্মসূত্রে কানাডার নাগরিক নোরা। কিন্তু নৃত্যশিল্পী হিসেবে ভারতেই বিপুল জনপ্রিয়তা তাঁর। নায়িকার নাচের ভিডিয়ো অনুরাগীদের কাছে অন্যতম আকর্ষণ। সমাজমাধ্যমেও তাঁর ফলোয়ার্স সংখ্যা প্রায় ৭ কোটি। সম্প্রতি বলিউডে ১০ বছর সম্পূর্ণ করলেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফতেহি। বলিউডের অন্যতম ব্যস্ত তারকা তিনি। একাধিক ছবিতে তাঁর নাচ নজর কেড়েছে দর্শকের।