
ওঙ্কার ডেস্ক- ফের ক্যানসারের থাবা অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার পরিবারে। ২০২২ সালে ক্যানসারে প্রাণ হারান অভিনেত্রী। ঐন্দ্রিলা শর্মা নেই। তাঁর স্মৃতি রয়ে গিয়েছে অনুরাগীদের মনে। আর সেই স্মৃতি আঁকড়ে রয়েছেন তাঁর পরিবার। প্রয়াত অভিনেত্রীর মা শিখা শর্মার ফেসবুক জুড়ে তারই কথা। ঐন্দ্রিলার নানা ছবি-ভিডিও শেয়ার করেন তিনি। এবার অসুস্থ তিনি নিজেই।
শিখা দেবীর শরীরে ফের বাসা বেঁধেছে ক্যানসার। বোনের জন্মবার্ষিকীতে সেই কথা জানালেন ঐন্দ্রিলার দিদি, ঐশ্বর্য। শিখা দেবীর শরীরে প্রথম ক্যানসার ধরা পড়েছিল ২০০৭ সালে, সেরে ওঠার পর ফের ২০০৮ সালে আক্রান্ত হন ক্যানসারে। ১৪ বছর পরে ২০২২ সালে ঐন্দ্রিলার মৃত্যুর মাস কয়েক আগে ফের ক্যানসার আক্রান্ত হন তিনি। ফের আরও একবার। ফলে দুশ্চিন্তায় দিন কাটছে তাঁর পরিবারের।
মাত্র ২৪ বছর বয়সেই ক্যানসার কেড়ে নিয়েছিল ঐন্দ্রিলার প্রাণ। সেই ছোট মেয়ের মৃত্যুশোক বুকে চেপে দিন কাটছিল ঐন্দ্রিলার মায়ের। পাশে আছেন পরিবার। প্রতি বার ৫ ফেব্রুয়ারি বোনের জন্মদিন উদযাপন করেন ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্য। এবার সবটাই ছিল আলাদা। ঐশ্বর্য ছিলেন মায়ের পাশেই। তবে বোনের জন্য পোস্ট দিতে ভোলেননি ঐশ্বর্য।