
ওঙ্কার ডেস্ক- টলিপাড়ায় খুশির খবর। প্রেম দিবস যেতে না যেতেই সুখবর জানালেন অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। সোশাল মিডিয়ায় স্ত্রী তথা সমাজকর্মী-গায়িকা পিয়া চক্রবর্তী, পরমের সঙ্গে ছবি শেয়ার করে লিখলেন, কীভাবে প্রেম দিবস পালন করেছেন দুজনে। তার সাথে সাথে জানিয়েছেন এবার তাঁদের দুই থেকে তিন হওয়ার পালা।
সকাল সকাল এই খবর শুভেচ্ছাবার্তা জানিয়েছেন অনুরাগীরা। সোশাল মিডিয়ায় পিয়া পরমব্রতর সঙ্গে ছবি শেয়ার করে লিখলেন, এটা আমরা। আর এবার আমাদের ভালোবাসা ধীরে ধীরে বড় হচ্ছে। খুব শীঘ্রই সে আমাদের কাছে আসবে। পিয়া সঙ্গে হ্যাশট্যাগে লিখলেন ‘বেবি কামিং সুন’। দুই পোষ্য বাঘা ও নীনাকে সঙ্গে নিয়েই নতুন সদস্য আসার সুখবর দিলেন পিয়া। সেই ছবি শেয়ার করেছেন পরমব্রতও।
পিয়া চক্রবর্তীকে বিয়ে করেন পরমব্রত চট্টোপাধ্যায় ২০২৩ সালে নভেম্বরে। কোনও জাকজমক ছাড়াই একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে রেজিস্ট্রি সারেন পরম-পিয়া। তারপর ইন্ডাস্ট্রির হাতে গোণা কয়েকজনকে নিয়ে রিশেপসন পার্টিও করেছিলেন। প্রথম থেকেই নিজেদের সম্পর্ক নিয়ে তেমন মুখ খুলতে দেখা যায়নি পরম ও পিয়াকে। এবার বাবা হওয়ার খবরটায় পরম চুপই থাকলেন। তবে পিয়া জানিয়েছেন, জুন মাসেই আসবে ফুটফুটে সন্তান।