
ওঙ্কার ডেস্ক: এই ভালো তো এই খারাপ দুইভাবেই ব্যবহৃত হয় সোশ্যাল মিডিয়া। কেউ ট্রোল হচ্ছে কেউ পাচ্ছেন খ্যাতি, তেমনই রটে ভুয়ো খবর। এবার সেই ফাঁদেই পড়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। সকাল থেকেই রটেছে তাঁর অসুস্থতার খবর। শুধু তাই নয়, কিছু জায়গায় বলা হয়েছে অভিনেতা আর নেই! রটতে থাকা এই গুঞ্জনে এবার মুখ খুললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
সমাজমাধ্যমে তিনি লেখেন, “একটা ভুল খবর রটেছে সকাল থেকে। বর্তমানে মুম্বইয়ের বাড়িতে আমার বাবা সুস্থ আছেন। ভগবান ও আপনাদের সকলের আশীর্বাদে ভালও আছে।” প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই বার্তার পর খানিক স্বস্তি পেয়েছেন তাঁর অনুরাগীরা। তাঁরা লিখেছেন, ‘নিশ্চিন্ত হলাম’।
অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় গত ১৪ ডিসেম্বর ৮৮ বছরের পা দিয়েছেন। দীর্ঘ কেরিয়ার তাঁর। ১৯৬০ সালে প্রথম আসেন বিনোদন দুনিয়ায়। মহানায়ক উত্তম কুমারের মায়ামৃগ ছবি দিয়েই শুরু হয়েছিল তাঁর যাত্রা। বেশ কিছু বাংলা ছবি করার পর মুম্বই চলে আসেন অভিনেতা।
এই মুহূর্তে মুম্বইয়েই রয়েছেন তিনি। যদিও কিছু দিন আগে এসেছিলেন কলকাতায়। ‘মেরে সনম’, ‘এপ্রিল ফুল’,‘বিন বাদল বরসাত’, ‘মজবুর’ সহ বহু ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। ১৯৭৫ সালে ‘কেহতে হ্যায় মুঝকো রাজা’ নামে একটা ছবিও বানিয়েছিলেন বিশ্বজিৎ।