
ওঙ্কার ডেস্ক- সিনেমার পর্দায় থাকুন বা না থাকুন, বিতর্কে সদা রয়েছেন পুনম পাণ্ডে। দিন কয়েক আগে এক অনুরাগী ছবি তোলার অছিলায় চুমু দিতে যান পুনম পাণ্ডেকে। নেটপাড়ায় ভাইরাল হয় সেই ভিডিও। ভিডিওতে দেখা গিয়েছিল, রাস্তায় দাঁড়িয়ে রয়েছে পুনম পাণ্ডে। হঠাৎ করেই তাঁর পাশে এসে হাজির এক পুরুষ অনুরাগী। পুনমের সঙ্গে সেলফি তোলার আবদার করে সেই ব্যক্তি। পুনম রাজি হতেই মোবাইল নিয়ে ছবি তোলার অছিলায়, পুনমকে চুমু খেতে যান! সেখানেই গণ্ডগোল শুরু।
চুম্বন-কাণ্ডের রটনার পর অভিনেত্রীকে ঘিরে নিজের অনুভূতির কথা প্রথম প্রকাশ্যে জানালেন দীপক পাণ্ডে। তাঁর কথায়, পুনম তাঁর স্বপ্নসুন্দরী। তাই আচমকা তাঁকে সামনাসামনি দেখে নিজেকে সামলাতে পারেননি, চুম্বন করেছেন। তিনি আরও জানান, “আমি পুনমকে ভালবাসি!” এছাড়াও দীপকের প্রশ্ন, “এতে দোষ কোথায়? যা ঘটেছে তাতে ভুল কিছু নেই, স্বপ্নের মানুষকে কাছ থেকে দেখলে এমনটাই স্বাভাবিক” তাই নিজের আচরণ নিয়ে বিন্দুমাত্র দ্বিধা নেই তাঁর। এই ধরনের আচরণের প্রতিবাদ জানান অনেকেই বলেন ঘটনাটি সাজানো। যদিও অনেকের দাবি, দীপক পুনমের বন্ধু। পুনমের আগের ঘটনার মতোই এই বিষয়টিও পূর্ব নির্ধারিত। চর্চায় থাকার কারণেই নাকি বন্ধুকে দিয়ে এমন একটি ঘটনা ঘটিয়েছেন পুনম।
এই ঘটনায় সকলে মিলে পুনমকে কটাক্ষ করায় চুপ করে থাকতে পারেননি দীপক। নিজের ভালবাসার কথা জানিয়ে তিনি বলেছেন, ‘কবে পুনমও আমায় প্রেমের দৃষ্টিতে দেখবে, সেই অপেক্ষায় আছি।’