
ওঙ্কার ডেস্ক: বিনোদন দুনিয়ায় একের পর এক হিট ছবি করেছেন তিনি। জনপ্রিয় গেম শো ‘দিদি নম্বর ওয়ান’-এর পরিচিত মুখ তিনি। সম্প্রতি কেরিয়ারের নতুন এক পালক যোগ হয়েছে। রাজনীতিতে পা রেখেই সাংসদ তিনি। হুগলির উন্নয়নের দায়িত্ব তাঁর কাঁধে। তবে কি আর বড়পর্দায় দেখা যাবে না রচনাকে? সেই প্রশ্নের উত্তর দিলেন অভিনেত্রী।
জানা গেছে, জল্পনা কিছুটা উস্কে দিয়েই তিনি বলেন, “দেখা যাক। ভাবিনি এখনও। এই মুহূর্তে একদমই সময় নেই। আর ভবিষ্যতে বলতে পারছি না।” পোলবায় এক রক্তদান শিবিরে যোগ দেন রচনা। তাঁর কথায়, “আমার জেলায় যা যা অনুষ্ঠান হয়, আমি সেখানে আসার চেষ্টা করি।”
বিনোদুনিয়ায় একসময় রাজত্ব করেছেন রচনা। তারপর দিদি নম্বর ১ এ যোগ দিয়ে বহু মানুষের ভালবাসা পেয়েছেন অভিনেত্রী। তাঁকে সাংসদ হিসাবেও গ্রহণ করেছেন জনগণ। নিজের জনপ্রিয়তা আর মিষ্টি ব্যবহারে নিবিড় জনসংযোগের মধ্যে দিয়ে ভোটযুদ্ধে জয়ী হয়ে রচনাও বুঝিয়ে দিয়েছিলেন, তিনি ভরসাযোগ্য। ভোটপ্রচারে বেরিয়ে কখনও হুগলির কারখানার ধোঁয়া আবার কখনও বা দইয়ের প্রশংসা করে ট্রোল-মিমেরও শিকার হয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে ‘অতি সাবধানী’ রচনা।