
ওঙ্কার ডেস্ক- ছকভাঙ্গা ছাঁচেই বরাবর ধরা দিয়েছেন রাধিকা আপ্তে। তা সে অভিনয় হোক কিংবা ব্যক্তিগত জীবন। কিছুদিন আগেই মা হয়েছন রাধিকা। কিন্তু এই মাতৃত্ব নিয়ে ভিন্ন মন্তব্য করেছিলেন অভিনেত্রী, তাঁর কাছে মাতৃত্ব মানেই সুখের অনুভুতি তা নয়। এই মুহূর্তে তাঁর সন্তানের বয়স কয়েক মাস, মাতৃদুগ্ধ পান করাচ্ছেন। তবে মা হতেই জীবনের বাকি শখ, ইচ্ছের বিসর্জন নয়।
সম্প্রতি ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস বা BAFTA অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিনেত্রী, সেখানকার শৌচালয় থেকে ছবি দেন রাধিকা। ছবিতে দেখা গিয়েছে, স্তনে ধরা রয়েছে ব্রেস্ট পাম্প অন্য হাতে মদ। পরণে ল্যাভেন্ডার রঙের পোশাক। নিজেই সমাজমাধ্যমে সেই ছবি পোস্ট করেন অভিনেত্রী। তারপরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় চর্চা। ইনস্টাগ্রামে পোস্ট শেয়ার করে রাধিকা লিখেছেন, “এটাই আমার BAFTA রিয়েলিটি। আমি ধন্যবাদ জানাতে চাই নাতাশাকে, যিনি আমায় BAFTA অনুষ্ঠানের মধ্যেই এই ব্যবস্থা করে দিয়েছেন।” “BAFTA-এ সিস্টার মিডনাইট নোমিনেশনের জন্য অনেক ধন্যবাদ। সন্তান জন্মের দুই মাস পর প্রথম বড় অনুষ্ঠান মাত্র ২ ঘণ্টা ঘুম, আমি একা এটা করতে পারতাম না। আমার টিমের সদস্যদের ধন্যবাদ।”
তিনি আরও লেখেন, “নাতাশা শুধু আমাকে বাথরুমে দুধ পাম্প করতে সাহায্য করেননি, এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ যে, তিনি শ্যাম্পেনও নিয়ে এসেছিলেন। নতুন মা হওয়া এবং কাজ করা কঠিন, এমন পরিস্থিতিতে আমাদের সিনেমা শিল্পে এই ধরনের সহানুভূতি এবং যত্ন খুবই কম দেখা যায়।”