
ওঙ্কার ডেস্কঃ ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিপাড়ার বিতর্কিত আইটেম গার্ল রাখি সবন্ত। এর আগেও দু’বার বিয়ে করেছেন তিনি। সব সময়ই প্রচারের আলোয় থাকতে চান রাখি। তার জন্য কোনও কিছুই অসম্ভব নয়। এ বার সীমানা পার করেই পাকিস্তানি সঙ্গী খুঁজে নিলেন নিজের জন্য।
রিয়্যালিটি শোয়ের মঞ্চে প্রথম স্বামিকে প্রকাশ্যে নিয়ে এসেছিলেন রাখি। অল্প দিনের মধ্যে প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় তাঁর। দ্বিতীয় বার অভিনেতা আদিল দুরানিকে বিয়ে করেন। তখন ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন অভিনেত্রী। কিন্তু কোনও বিয়েই সফল হয়নি তাঁর। শেষ বার থানাপুলিশ-সহ নানা ঝামেলায় জড়িয়ে গিয়েছিলেন রাখি।
তবে এবার পুরনো ভুলের থেকে শিক্ষা নিয়ে সতর্ক তিনি । নিজের জন্য তিনি পুলিশে কর্মরত পাকিস্তানি পাত্রকে বেছে নিয়েছেন এবার। পাত্রের নামে দোদি খান। পেশায় তিনি পুলিশ, আবার অভিনেতাও বটে। পাকিস্তানে গিয়ে বহু বিয়ের প্রস্তাব পান রাখি। সেখান থেকেই বেছে নিয়েছেন দোদিকে। রাখি জানান, ইসলাম ধর্মের নিয়ম অনুসারে বিয়ে হবে পাকিস্তানে। তবে বিয়ের প্রীতিভোজ হবে ভারতে। মধুচন্দ্রিমায় যাবেন নেদারল্যান্ডসে। সংসার পাতবেন দুবাইয়ে।