
ওঙ্কার ডেস্ক- ইউটিউবারের ‘অশ্লীল’ মন্তব্যে তোলপাড় গোটা দেশ। “বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও এক বার যোগ দিয়ে তাঁদের সঙ্গম পুরোপুরি বন্ধ করতে উদ্যত হবে?” এহেন অশ্লীল মন্তব্য করে বিতর্কের শিরোনামে ইউটিউবার রণবীর। তোলপাড় গোটা দেশ। নানা মন্তব্য সমাজমাধ্যম থেকে সংবাদমাধ্যমে। ইতিমধ্যেই ‘ভারতীয় সংস্কৃতি’, ‘পারিবারিক পরম্পরা ও ঐতিহ্য’কে অসম্মান করার অভিযোগে ইউটিউবারের বিরুদ্ধে একাধিক রাজ্যের থানায় অভিযোগ দায়ের হয়েছে। এমতাবস্থাতেই পুরনো মন্তব্যের জন্য নেটপাড়ার রোষের শিকার হলেন কপিল শর্মা।
ঘটনাটি ২০২৩ সালের। কপিল তাঁর শোয়ে একবার রসিকতা করেই বলেছিলেন, “ভোর ৪টের ক্রিকেট ম্যাচ দেখার জন্য রাত দুটোয় উঠে ভোররাতে বাবা-মায়ের কবাডি খেলা দেখে ঘুমিয়ে পড়ে বাচ্চারা।” কপিলের এই মন্তব্যে হাসতে দেখা যায় শোয়ের বিচারক অর্চনা পূরণ সিংকে। রণবীরের এই বিতর্কের মাঝে কপিল শর্মার এই পুরনো ভিডিও আরও বিতর্কের সৃষ্টি করেছে। যদিও কপিল শর্মার বিষয়ে নানাজনে নানা মত দিয়েছেন।
অন্যদিকে, রণবীর এলাহাবাদিয়া এই ঘটনার পর সমাজমাধ্যমে এসে ক্ষমা চেয়েছেন। তিনি জানিয়েছেন তাঁর এহেন মন্তব্য করা উচিত হয়নি। তবে, অসম থেকে মহারাষ্ট্র, দেশের একাধিক থানায় রণবীর এলাহাবাদিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। সমাজমাধ্যমের বিভিন্ন প্লাটফর্মে সাবস্ক্রাইবার কমতে শুরু করেছে ‘বিয়ার বাইসেপস’-এর। ইতিমধ্যে ১০ লক্ষের বেশি সাবস্ক্রাইবার হারিয়েছেন রণবীর।