
ওঙ্কার ডেস্ক- সমাজমাধ্যম থেকে সংবাদমাদ্যম শিরোনামে রয়েছেন জনপ্রিয় ইউটিউবার তথা ইনফ্লুয়েন্সার রণবীর এলাহাবাদিয়া। ইউটিউবের একটি কমেডি শোয়ে অশ্লীল মন্তব্য করেই বিতর্কে জড়িয়েছেন রণবীর এলাহাবাদিয়া। একাধিক রাজ্যে তাঁর বিরুদ্ধে মামলা দায়েরও করা হয়েছে। এই বিতর্কের মাঝেই উধাও রণবীর। মুম্বই পুলিশ থেকে শুরু করে অসম পুলিশ, সকলেই ঘুরে যাচ্ছেন তাঁর বাড়ির দরজার সামনে দিয়ে। ফোন সুইচ অফ। বেপাত্তা রণবীর।
ইউটিউবের এই শোয়ের পর বিভিন্ন মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। কেউ পাশে থেকেছেন তো কেউ আশ্লীল মন্তব্য করার জন্য শিক্ষার প্রশ্ন তুলেছেন রণবীরের। অন্যদিকে, জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে পুলিশ স্টেশনে তলব করা হয়েছিল। সেই সমন এড়িয়ে যান রণবীর। এরপর শুক্রবারও ফের তলব করা হয় তাঁকে। এদিনও তিনি হাজিরা না দেওয়ায়, পুলিশ সোজা তাঁর বাড়িতে হাজির হয়, কিন্তু সেখানেও নেই ‘রণবীর’। দরজায় তালাবন্ধ। ফোন সুইচ অফ করা। এমনকী, রণবীরের আইনজীবীর সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না বলেই জানিয়েছে মুম্বই পুলিশ।
এখনও পর্যন্ত মহারাষ্ট্র সাইবার সেল, মুম্বই পুলিশ ও অসম পুলিশ সমন পাঠিয়েছে রণবীর এলাহাবাদিয়া ও ২৯ জনকে। জানা গিয়েছে তাদের মধ্যে দুই ইউটিউবারের বয়ান রেকর্ড করেছে মুম্বই পুলিশ। কিন্তু ‘বিয়ার বাইসেপস’ ধরা দেননি এখনও পর্যন্ত। এছাড়া, দেশজুড়ে এফআইআর দায়ের হয়েছে তাঁর নামে, সবকটি একসঙ্গে শুনানির জন্য আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন জনপ্রিয় ইউটিউবার। কিন্তু অধরা মূল বিতর্কের সুত্রধর। কোথায় তিনি? কত দিনই বা পুলিশকে এড়িয়ে যাবেন রণবীর? প্রশ্ন থেকেই যাচ্ছে।