
ওঙ্কার ডেস্ক- ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার পর এবার আইনি বিপাকে আরেক কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকী। একদিকে দেশজুড়ে এখনও চলছে রণবীরের নিন্দার ঝড়। সেই জল গড়িয়েছে শীর্ষ আদালত পর্যন্ত। এর মধ্যেই বেফাঁস মন্তব্যের জন্য ফের অভিযোগ উঠলো আরেক কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকীর বিরুদ্ধে। এই অবশ্য প্রথম নয়! এর আগেও আইনি জালে জড়িয়েছেন তিনি। জানা গেছে, ভারতীয় সংস্কৃতিকে কলুষিত করার অভিযোগ জানিয়েছন আইনজীবী অমিতা সচদেব।
আইনি বিপাকে একের পর এক কৌতুকশিল্পী। আপত্তি উঠেছে মুনাওয়ার ফারুকীর বিরুদ্ধে, অভিযোগ ‘হপ্তা ওয়াসুলি’ কমেডি শো নিয়ে। যা কিনা জিও হটস্টার-এ দেখা যায়। অভিযোগ, “এই অনুষ্ঠান অশ্লীলতা প্রচারের পাশাপাশি একাধিক ধর্মের অপমানও করা হয়েছে। ভারতীয় সংস্কৃতি নিয়ে মন্তব্য করা হয়েছে।” এমন অভিযোগই তুলেছেন আইনজীবী অমিতা সচদেব। তিনি দাবি জানিয়েছেন, জিও হটস্টার-এর ‘হপ্তা ওয়াসুলি’ শো’টিকে নিষিদ্ধ করা হোক। প্রসঙ্গত, রণবীর এলাহাবাদিয়া আবহে মহাকুম্ভ নিয়ে রসিকতা করে বিতর্কে জড়িয়েছিলেন ভারতী সিং। সম্প্রতি রিয়ালিটি শোয়ে হোলি ছাপড়িদের বলে আইনি বিপাকে পড়তে হয়েছে ফারহা খানকে। জানা গিয়েছে, ভারতীয় ন্যায়সংহিতার তথ্যপ্রযুক্তি আইনের আওতায় ১৯৬, ২৯৯ এবং ৩৫৩ ধারায় অভিযোগ দায়ের হয়েছে মুনাওয়ার ফারুকীর বিরুদ্ধে।