
ওঙ্কার ডেস্ক: যাঁর চোখে, কথায়, হাসিতে জড়িয়ে আছে রহস্য। তিনি রেখা। যে নামটি শুধুই এক অভিনেত্রীর নয়, বরং এক আবেগ, এক বিস্ময়। যুগ বদলেছে, সিনেমার ধারা বদলেছে, কিন্তু রেখাকে ঘিরে মানুষের কৌতূহল আজও একই জায়গায়। আজও তিনি ঠিক ততটাই রহস্যময়ী, যতটা ছিলেন যখন বলিউডে পা রেখেছিলেন।
রেখার জীবনে প্রেম এসেছে, আবার তা চলেও গেছে। ১৯৯০ সালে তিনি বিয়ে করেন দিল্লির ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে। কিন্তু সেই বিয়ে স্থায়ী হয়নি। মাত্র সাত মাসের মধ্যেই রেখার জীবনে নেমে আসে গভীর অন্ধকার। আত্মহত্যা করেন তাঁর স্বামী। সেই শোক বুকে নিয়েও আবার নতুন করে বাঁচতে চেয়েছিলেন অভিনেত্রী। প্রেমে বিশ্বাস হারাননি, বরং জানিয়েছিলেন তিনি অপেক্ষায় আছেন এমন একজনের, যিনি তাঁকে ভালোবাসবেন, বুঝবেন।
রেখা বলেছিলেন, যদি কেউ আমার জীবনে আসেন, আমি তাঁকে পুরো মন দিয়ে ভালোবাসব। তাঁর পোশাক বেছে দেব, খাবারের খেয়াল রাখব, এমনকি তাঁর জন্য লাঞ্চ বানিয়ে দেব।” তবে সন্তানের প্রসঙ্গে রেখার মত একটু অন্যরকম। তিনি বলেছিলেন, “আমি সন্তান চাই না। কারণ যদি সন্তান থাকে, তবে আমার সব ভালোবাসা ও যত্ন চলে যাবে তার দিকে। আমি চাই, যাঁকে ভালোবাসব, তাঁর জন্যই আমি সবকিছু করব। সন্তান থাকলে সেই জায়গায় অন্যায় হবে।”