
ওঙ্কার ডেস্ক: হিমাচল প্রদেশের ধর্মশালায় চলছে শুটিং। পরিচালক দেবারতি ভৌমিকের নতুন ছবি ‘নজরবন্দি’ প্রেক্ষাপট সাইবার অপরাধ। তবে সেখানে থ্রিলারের মোড়কেই থাকছে একাধিক সম্পর্কের গল্প। পরিচালক নিজেও ক্রাইম থ্রিলারের ভক্ত। কিন্তু তিনি চেয়েছিলেন নতুন কিছু করতে। বলছিলেন, ‘‘আমার মনে হয়েছিল, এমন একটা গল্প চুরি বা ডাকাতি থাকবে না। কিন্তু তা সত্ত্বেও দর্শকের জন্য সাইবার অপরাধ নিয়ে একটা ইতিবাচক বার্তা থাকবে।’’ ছবির অনতম আকর্ষণ এখানে কোনও পুরুষের অংশ নেই। অপরাধী এবং যিনি অপরাধের শিকার হচ্ছেন, প্রত্যেকেই নারী।’’
ছবিতে অন্যতম বিশেষ চরিত্রে রয়েছেন ঋতুপর্ণা। অনামিকা সেনগুপ্ত নামের একজন বিত্তবান চিত্রশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন তিনি। একজন সাংবাদিকের সঙ্গে তাঁর সাক্ষাৎকারের দৃশ্যের শুটিং করা হবে। কিছু তির্যক প্রশ্ন এবং অনামিকার চাঁচাছোলা উত্তর। ছবিতে জুড়েছেন দর্শনা বণিক, রাজনন্দিনী পাল, লাবণী সরকারের মতো অভিনেত্রীরা। পরিচালক জানিয়ে দিলেন, কিছু গানের দৃশ্য ছাড়া ছবির সিংহভাগ দৃশ্যই এই হোটেলেই শুট করা হবে। নারীকেন্দ্রিক ছবি এর আগেও হয়েছে তবে নির্মাতাদের দাবি, এর আগে পুরুষ বাদ দিয়ে শুধুমাত্র মহিলা চরিত্রদের নিয়ে কোনও ছবি দেশে তৈরি হয়নি। তাই এই ছবি তার কাঙ্ক্ষিত দর্শক খুঁজে নেবে। চলতি সপ্তাহের শেষে ধর্মশালায় ছবির শুটিং শেষ হওয়ার কথা। পরিচালকের আশা, ছবিটি আগামী মে-জুন মাস নাগাদ মুক্তি পেতে পারে।