
ওঙ্কার ডেস্কঃ ২১ জানুয়ারি হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন বলিউড অভিনেতা সইফ আলি খান। গত ১৬ জানুয়ারি নিজের বাড়িতেই হামলা হয় সইফের ওপর। এই ঘটনায় শরিফুল ইসলাম শেহজাদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। কি ঘটেছিল সেই রাতে, সুস্থ হয়ে পুলিশকে জানানোর কথা ছিল অভিনেতার। সেই মতো সইফ বয়ান দিলেন পুলিশের কাছে। তিনি জানান, “সেই রাতে সইফ আর করিনা নিজের ঘরেই ছিলেন। হঠাৎ জেহ্-র ঘর থেকে এলিয়ামা ফিলিপের চিৎকার শুনে দুজনে ছুটে যান ঘটনাস্থলে। দেখতে পান দুষ্কৃতীর সঙ্গে কথা কাটাকাটি চলছে এলিমার।
সইফ দুষ্কৃতীকে নিরস্ত করার চেষ্টা করলে তাঁদের মধ্যে হাতাহাতি শুরু হয়। তখনই ওই দুষ্কৃতী তাঁকে ছুরি দিয়ে আঘাত করে পালানোর চেষ্টা করে। পরে পরিচারিকা এলিমা জানিয়েছেন, ওই দুষ্কৃতী তাঁর কাছে এক কোটি টাকা চেয়েছিল।
দুষ্কৃতীর আক্রমণে সেই রাতে ছুরির আঘাতে জখম হন অভিনেতা। পাঁচদিন পর হাসপাতাল থেকে ফেরেন অভিনেতা। এখনও পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তিনি। চিকিৎসকদের কথা মতো কয়েকদিন তাঁকে টানা বিশ্রামে থাকতে হচ্ছে।