
ওঙ্কার ডেস্ক: ‘দুবাইয়ের সমুদ্রে একান্তে সানিয়া-শামি’। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে ফেসবুকে ভাইরাল ছবি। দেখা যাচ্ছে উন্মুক্ত শরীরে একান্তে মহম্মদ শামি ও সানিয়া মির্জাকে। যদিও সমাজমাধ্যমে পোস্টে লেখা হয়েছে ‘ছবিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি’। প্রশ্ন উঠেছে এখানেই! কেন ফাইনালের প্রাকমুহূর্তেই এমন কাণ্ড? তবে কী আলাদাভাবে নজর কাড়ার চেষ্টা? নাকি নিছকই বানানো হয়েছে এই ছবি!
সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে টিম ইন্ডিয়ার তারকা মহম্মদ সামি এবং ভারতের টেনিস সুন্দরী সানিয়া মির্জা একসঙ্গে বসে আছেন। প্রথম ঝলকে ছবিটা দেখলে অবশ্যই বোঝা যাবে না যে আসল নাকি নকল। শুধুমাত্র শামি-সানিয়াই নয় রয়েছে এমন বহু তারকার ছবি। এই ছবি দেখে কিছু মানুষ যেমন আনন্দ পাচ্ছেন, তেমনই দেশের তারকা খেলোয়াড়দের নিয়ে মজা করার জন্য সমালোচনার ঝড় বইতেও শুরু করেছে।
উল্লেখ্য এই প্রথমবার নয়। ২০২৪ সালের জুন মাসে রটেছিল যে সানিয়া এবং সামি নাকি বিয়েও করে ফেলেছেন। যদিও সানিয়ার বাবা ইমরান মির্জা গোটা ঘটনাটিকে ‘গুঞ্জন’ বলে উড়িয়ে দেন। ২০২৪ সালের প্রথম দিকেই বিবাহ বিচ্ছেদ হয় সানিয়া-শোয়েবের। সেই বিচ্ছেদের জল্পনায়ও সংবাদের শিরোনামে ছিলেন সানিয়া মির্জা। ফের সোশ্যাল মিডিয়ার এই ছবি নতুন উত্তেজনার সৃষ্টি করছে।
ভিডিও দেখুন-