
ওঙ্কার ডেস্ক: চলছে ‘কাকাবাবু’র ছবির শুটিং। শনিবার থেকে কর্ণাটকের হাম্পিতে চলছে কাজ। জানা গিয়েছিল, এবারের কাকাবাবু’তে থাকবেন না সৃজিত মুখার্জি ও সন্তুর ভূমিকায় দেখা যাবে না আরিয়ানকে। এছাড়াও নির্মাতারা প্রথমে জানিয়েছিলেন, ছবিতে সন্তুর ভূমিকায় অভিনয় করবে অর্ঘ্য বসু রায়। কিন্তু বর্তমানে জানা যাচ্ছে, এই চরিত্রে ফের দেখা যাবে আরিয়ান ভৌমিককেই। তার পর থেকেই ছবিতে জোজোর চরিত্রাভিনেতা কে হবে সেই নিয়েও কৌতূহল জাগছে টলিপাড়ায়।
সূত্রের খবর, ‘বিজয়নগরের হীরে’ ছবিতে জোজোর চরিত্রে অভিনয় করবেন পূষণ দাশগুপ্ত। এর আগে ‘ক্ষ্যাপা’ ওয়েব সিরিজ়ের মাধ্যমে দর্শকদের নজর কেড়েছে পূষণ। পাশাপাশি ‘আবার বছর কুড়ি পরে’, ‘বৌদি ক্যান্টিন’-এর মতো বেশ কিছু ছবিতে দর্শক তাঁকে দেখেছেন।
বয়স বেড়ে যাওয়ায় আরিয়ান যে সন্তু চরিত্রে দেখা যাবে না এমনটা অভিনেতা আগেই জানিয়েছিলেন। ছবির মহরতের দিনে সেই খবরে সিলমোহর পড়ে। অর্ঘ্যের পাশাপাশি জোজোর চরিত্রের জন্য ব্রত বন্দ্যোপাধ্যায়ের নামও শোনা যায়। অন্যদিকে আরিয়ান সন্তুর চরিত্রে থাকলে জোজোর বয়সও বাড়া উচিত। সেইমতো পূষণকে চূড়ান্ত করা হয়।
ছবিতে কাকাবাবুর চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এ ছাড়াও রয়েছেন চিরঞ্জিৎ চক্রবর্তী। সূত্রের খবর, হাম্পিতে রবিবার থেকে পুরোদমে চলছে ছবির শুটিং।