
ওঙ্কার ডেস্ক: ২০২৩ সালে ‘কফি উইথ করণ’ শোয়ে এসে প্রথমবার নিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। সেই খবর শুনে রীতিমতো হতবাক হন তাঁর অনুরাগী থেকে সিনেপ্রেমী সকলেই। বিষয়টি নিয়ে কখনওই বেশি কথা বলেননি অভিনেত্রী। তবে মায়ের অসুস্থতার বিষয়ে এবার কথা বলেছেন মেয়ে সোহা আলি খান।
এক সাক্ষাৎকারে সোহা জানিয়েছেন, “আর পাঁচটা পরিবারের মতো আমাদের পরিবারেও নানা কঠিন সময় এসেছে। যেমন আমার মা শর্মিলা ঠাকুরের ক্যানসার ধরা পড়া। জিরো স্টেজে ধরা পড়ে মারণরোগ। তবে মা কেমো থেরাপি ছাড়াই অবশ্য সুস্থ হয়ে ওঠেন। ক্যানসারকে তাঁর শরীর থেকে কেটে বাদ দেওয়া হয়। এখন তিনি সুস্থ।”
সদ্য মুক্তি পেয়েছে শর্মিলা ঠাকুরের নতুন বাংলা ছবি ‘পুরাতন’। ছবিমুক্তি উপলক্ষে কলকাতায় এসেছিলেন অভিনেত্রী। সকলের সঙ্গে নিজের অভিনয় জীবনের একাধিক অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন শর্মিলা। শরীর সুস্থ থাকলে আগামিদিনে আরও কাজ করতে চান, সেকথাও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, ২০২৩-এ করণ জোহরের শোয়ে এসে অভিনেত্রী বলেছিলেন, করোনার সময় ছিল তখন। আমাদের সবার ভ্যাকসিনও নেওয়া হয়নি। আমার ক্যানসার হওয়ার কারণে সেই ঝুঁকি পরিবারের কেউই নিতে চাননি।’ তবে সেই কঠিন সময় কাটিয়ে বর্ষীয়ান অভিনেত্রী আবার কাজের জগতে ফিরে আসায় খুশি সিনেমাপ্রেমীরা।