
ওঙ্কার ডেস্ক: বিচ্ছেদ হল অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রোশন সিংয়ের। গত ৯ এপ্রিল আলিপুর আদালতে বিচ্ছেদের কাজ সম্পন্ন হয়েছে। শোনা গিয়েছিল, শ্রাবন্তী নাকি রোশনের কাছ থেকে মোটা অঙ্কের খোরপোশ দাবি করেছিলেন। তবে জানা গিয়েছে, “মিউচুয়াল বিচ্ছেদ হয়েছে তাঁদের। কোনও পক্ষেই খোরপোশ লেনদেন হয়নি। যা রটেছে তা সঠিক নয়।” শান্তিপূর্ণভাবেই হয়েছে বিচ্ছেদ প্রক্রিয়া।
শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চর্চা ছিলেন। রোশন তাঁর তৃতীয় স্বামী। অল্প বয়সে ভালবেসে বিয়ে করেছিলেন টলিপাড়ার পরিচালক রাজীব বিশ্বাসকে। সেই বিয়ে বেশ কিছু বছর পর ভেঙে যায়। এরপর দ্বিতীয় বার বিয়ে করেন অভিনেত্রী। সেই বিয়েও টেকেনি।
২০২০ সালে বিয়ে হয়েছিল রোশন ও শ্রাবন্তীর। ভালবেসেই বিয়ে করেছিলেন তাঁরা। যদিও বছর খানেক পরেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। বিচ্ছেদের কারণ হিসেবে উঠে এসেছিল একাধিক কারণ। যদিও প্রকাশ্যে এ নিয়ে মুখ খোলেননি তাঁরা। সময়ে সাথে সাথেই নতুন সম্পর্কে জড়িয়েছেন রোশন। অন্যদিকে শ্রাবন্তী কাজে মন দিয়েছেন। সামনেই মুক্তি পাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত ছবি ‘আমার বস’। ছবিটি পরিচালনা করেছেন শিবপ্রসাদ-নন্দিতা। গরমের ছুটিতেই প্রেক্ষাগৃহে আসতে চলেছেন ছবিটি।