
ওঙ্কার ডেস্ক: টলিপাড়ার জনপ্রিয় দম্পতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। সংসারে বেশ কয়েক মাস আগেই এসেছে তাঁদের নতুন সদস্য তাঁদের মেয়ে ‘কৃষভি’। কিন্তু ছোট্ট কৃষভিকে নিয়ে যতই কথা হোক, এখনও পর্যন্ত কেউ দেখেনি তার আসল মুখ! শ্রীময়ী বহুবার ছবি পোস্ট করলেও, প্রতিবারই কোনভাবে কন্যার মুখ আড়ালে রেখেছেন। তবে এবার অবশেষে কৃষভির ছবি শেয়ার করলেন শ্রীময়ী কিন্তু সেখানেও রয়েছে টুইস্ট!
সম্প্রতি ‘জিবলি আর্ট’ ট্রেন্ড রীতিমতো ভাইরাল। এই ডিজিটাল আর্টের মাধ্যমে কারও ছবি পোস্ট করা হলে মুখ স্পষ্ট থাকলেও, সম্পূর্ণ চেনা কঠিন হয়ে যায়। অনেকেই এই কৌশলে নিজেদের গোপন সম্পর্ক আড়াল করছেন। এবার সেই পথেই হাঁটলেন শ্রীময়ী।
১ এপ্রিল, অর্থাৎ ‘এপ্রিল ফুল’-এর দিন, তিনি কাঞ্চন ও কৃষভির সঙ্গে একটি ছবি পোস্ট করলেন ঠিকই, কিন্তু সেটি ছিল জিবলি আর্টে তৈরি! ফলে নেটিজেনদের বহু প্রতীক্ষিত কৃষভির মুখ দেখা গেল, অথচ তাকে চেনার উপায় নেই! এরপরই শুরু হয় মন্তব্য কেউ বলছেন, “এই তো আমাদের বোকা বানিয়ে দিলেন!”, কেউ আবার মজা করে বলছেন, “এপ্রিল ফুল উইথ লাভ!”
২০২৪ সালের দীপাবলিতে মা হওয়ার সুখবর দেন শ্রীময়ী। কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী, আর নাম রেখেছেন ‘কৃষভি’। দু’জনেই কৃষ্ণভক্ত, তাই তাঁদের কন্যার নামেও সেই ছোঁয়া রেখেছেন। কবে দেখা যাবে ছোট্ট কৃষভির আসল ছবি কবে দেখা যাবে সেই আগ্রহ কিন্তু রয়েই গেল নেটিজেনদের মধ্যে। আপাতত সেই রহস্যই রেখে দিলেন শ্রীময়ী।