
ওঙ্কার ডেস্ক: হইচই’য়ের হাত ধরে এবার সিরিজে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে সৃজিতের লহ ‘গৌরাঙ্গের নাম রে’ ছবি, অন্যদিকে ‘রায়বাঘিনী ভবশঙ্করী’র চরিত্রে বড় পর্দার কাজ তাঁর ঝুলিতে। তারই মধ্যে অভিনেত্রীর নতুন কাজের খবর। শোনা যাচ্ছে, অদিতি রায় পরিচালিত সিরিজের কেন্দ্রীয় চরিত্রে থাকছেন তিনি। এসভিএফ এবং হইচই প্ল্যাটফর্মের তরফে ‘গল্পের পার্বণ ১৪৩২’-এর হাত ধরে আসতে চলেছে একগুচ্ছ নতুন চমক! যে তালিকার রয়েছে শুভশ্রীর সিরিজ।
ছক ভেঙে একের পর এক সিনেমা, সিরিজে দর্শক, অনুরাগীদের মুগ্ধ করেছেন শুভশ্রী। বিভিন্ন চরিত্রে নিজেকে নতুনভাবে ক্যামেরার সামনে তুলে ধরেছেন শুভশ্রী। ওয়েব সিরিজে নতুন কোন চমক রয়েছে সেটাই দেখার। পর পর কয়েকটি নারীকেন্দ্রিক সিরিজ পরিচালনায় অদিতিও সাম্প্রতিককালে ছাপ ফেলেছেন। ফলে, শুভশ্রীকে নিয়ে তাঁর নতুন কাজের দিকে সকলের আগ্রহ থাকবে বলেই আশা করা হচ্ছে। এটি থ্রিলার কেন্দ্রিকও হতে পারে।