
ওঙ্কার ডেস্ক- ফেডারেশন বনাম গিল্ডের দ্বন্দ্বের মাঝেই নতুন ছবির ঝলক প্রকাশ করলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও পরিচালক শুভ্রজিৎ মিত্র। টলিউডের ‘বিগ ফ্রাইডে’তে বড় চমক। ‘দেবী চৌধুরানী’র পর এবার বাংলার ষোলো শতকের দোর্দণ্ডপ্রতাপ মহারানি ‘রায়বাঘিনী ভবশঙ্করী’ রাজকাহিনি আসছে বড় পর্দায়। ‘বিনোদিনী’, ‘দেবী চৌধুরানী’র পর টলিউডের পর্দায় ইতিহাসনির্ভর আরও এক নারীকেন্দ্রিক চরিত্র দর্শকের সামনে তুলে ধরবেন পরিচালক।
‘দেবী চৌধুরানী’ ছবিটি দিয়ে সফর শুরু করেছেন তিনি। এবার তাঁর পরবর্তী সিনেমা ‘রায়বাঘিনী ভবশঙ্করী’র ঘোষণা করলেন শুক্রবার। মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেত্রী শুভশ্রী। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পর ট্রিলজিতে নারীকেন্দ্রিক চরিত্র তুলে ধরার দায়িত্ব শুভশ্রীর হাতেই। পরিচালক জানিয়েছেন, ‘দেবী চৌধুরানী’কে নিয়ে গবেষণা করার সময়েই মহারানি ভবশঙ্করীর বিষয়ে জানতে পারেন তিনি। ভবশঙ্করীর বীরত্ব, ব্যক্তিত্ব মুগ্ধ করে পরিচালককে। আর ঠিক সেই সময়েই শুভ্রজিৎ ‘রায়বাঘিনী ভবশঙ্করী’ তৈরি করার পরিকল্পনা করেন।
‘বাবলি’ এবং ‘সন্তান’ সিনেমায় শুভশ্রীর অভিনয় দেখেই তাঁকে নির্বাচন করেন তিনি। উল্লেখ্য, বারবার নিজেকে ভেঙেচুরে ক্যামেরার সামনে তুলে ধরেছেন শুভশ্রী। সৃজিতের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতেও বিনোদিনীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। এদিকে ঐতিহাসিক চরিত্রের প্রস্তাব পেয়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও বেশ খুশি। যদিও এই ছবির জন্য শুভশ্রীকে ঘোড়সওয়ারি, অস্ত্রচালনা শিখতে হবে। সব ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে শুটিং শুরু হবে।