
ওঙ্কার ডেস্ক: ফটোশিকারিদের দেখলেই এড়িয়ে চলেন কিংবা ফ্ল্যাশের ঝলকানিতে বিরক্ত হয়ে মেজাজ হারান, এমন তারকা কম নেই বলিউড ইন্ডাস্ট্রিতে। ছবিশিকারিদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য একাধিকবার সংবাদমাধ্যমের শিরোনামে এসেছেন জয়া বচ্চন, সলমন খান, শাহিদ কাপুর থেকে রণবীর কাপুরের মতো জনপ্রিয় বলিউড সুপারস্টাররা। এবার অন্তঃসত্ত্বা স্ত্রী কিয়ারা আডবানিকে ঘিরে ফটোশিকারিদের হুড়োহুড়ি দেখে মেজাজ ধরে রাখতে পারলেন না সিদ্ধার্থ মালহোত্রা।
গত বুধবার অন্তঃসত্ত্বা স্ত্রী, অভিনেত্রী কিয়ারা আডবানিকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলেন সিদ্ধার্থ। সেখানেই গাড়ির ভিতর একা মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখা যায় নায়িকাকে। সম্ভবত, অসুস্থ বোধ করছিলেন। তবে সেসবের তোয়াক্কা না করেই ফটোশিকারিরা হুড়োহুড়ি শুরু করেন! হবু মা কিয়ারাকে লেন্সবন্দি করতে ভিড় জমে যায়। আর এই সময়েই ক্লিনিকের ভিতর থেকে বাইরে বেরিয়ে এসে এমন পরিস্থিতি দেখে রেগে যান সিদ্ধার্থ মালহোত্রা। গাড়িতে একা বসে থাকা কিয়ারার দিকে ছুটে আসেন অভিনেতা। আর সেখানেই ছবিশিকারিদের তুলোধনা করতে দেখা গেল অভিনেতাকে। কড়া ধমক দিয়ে বলতে দেখা যায়, “যান, পিছনে সরে যান। আপনাদের ব্যবহার ঠিক করুন।” সেই ক্যামেরাবন্দি মুহূর্ত আপাতত নেটপাড়ায় ভাইরাল। এদিকে পহেলগাঁও জঙ্গিহামলায় শোকপ্রকাশ করেছেন কিয়ারা আডবানি ও সিদ্ধার্থ মালহোত্রা।
কিয়ারার মন্তব্য, ‘পহেলগাঁওয়ের ঘটনা বর্বরচিত। পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। আমরা সকলে আপনাদের জন্য প্রার্থনা করছি। আর এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি।’ গত ফেব্রুয়ারি মাসেই সুখবর দিয়েছেন সিদ্ধার্থ-কিয়ারা। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজকীয়ভাবে সাত পাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ ও কিয়ারা। এবার দুই থেকে তিন হতে চলেছেন বলিউডের জনপ্রিয় তারকাদম্পতি।