
ওঙ্কার ডেস্ক- বিভিন্ন সময়ে সমাজমাধ্যমে গত আগস্ট মাস থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছিলেন সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী অথা অভিনেত্রী-সঙ্গীতশিল্পী মেহের আফরোজ শাওন। শাওনের বিরুদ্ধে অভিযোগ ওঠে, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্ত ছিলেন তিনি। অন্যদিকে বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমের তরফে খবর, সোহানাও নাকি আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বৃহস্পতিবার রাতে দুজনকে আটক করেন পুলিশ। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সেই খবর।
তবে জানা গেছে, শাওন ও সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, এই খবর নিশ্চিত করেন। তিনি জানান, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁদের দুজনকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল। বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদের পর দুজনকেই ছেড়ে দেওয়া হয়েছে।”