
ওঙ্কার ডেস্ক: অভিনয় ছাড়া জীবনের সবচেয়ে প্রিয় সঙ্গী যদি কিছু হয় সেটি হল বই এমনটাই মনে করেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। কাজের ফাঁকে কিংবা অবসরে বইই তাঁর অন্যতম আশ্রয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান বইয়ের প্রতি তাঁর ভালবাসা, পাশাপাশি ছেলেকে বড় করছেন বইকে সঙ্গী করে এবং আজও বই পড়া দরকার।
সোনম বলেন, “বই হল সব থেকে ভালো বন্ধু। প্রতিদিন বই পড়লে যেমন কল্পনা শক্তি বাড়ে, তেমনই মন শান্ত থাকে। বই পড়ার অভ্যেস একজন মানুষকে চিন্তাশীল ও সংবেদনশীল করে তোলে।” তাঁর মতে, প্রযুক্তির এই যুগে মানসিক শান্তির জন্য বই পড়া প্রয়োজন।
বইয়ের সঙ্গে সোনমের সম্পর্ক মায়ের হাত ধরেই। তাঁর মা সুনিতা কাপুর নিজে একজন বইপাগল মানুষ। ছোটবেলা থেকেই মাকে নিয়মিত বই পড়তে দেখে তারও এই অভ্যেস তৈরি হয়েছে। শুধু মা-ই নন, বাবা অনিল কাপুরও বইপ্রেমী। যদিও অনিল কাপুরের পছন্দের তালিকায় বেশি থাকে আত্মজীবনীমূলক বই। মা-বাবার প্রেরণাতেই সোনম, রিয়া ও হর্ষবর্ধনের মধ্যে পড়ার আগ্রহ জন্মায়। এখন সেই পারিবারিক পাঠ-সংস্কৃতিই তিনি তুলে দিচ্ছেন নিজের সন্তানের হাতে। অভিনেত্রীর কথায়, “আমাদের পারিবারিক রুটিনের গুরুত্বপূর্ণ অংশ হল বই পড়া। আমি প্রতিদিন দেড় ঘণ্টা আমার ছেলের সঙ্গে বই পড়ি। সব ধরনের শিশুসাহিত্য বই পড়ে আমরা সময় কাটাই।”
অভিনেত্রীর বিশ্বাস, শিশুরা তখনই বইয়ের প্রতি আগ্রহী হয় যখন তারা দেখে, তাদের অভিভাবক বই পড়ছেন। তাই তাঁর চেষ্টা সন্তানকে বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে।