
ওঙ্কার ডেস্ক: দিনকয়েক আগেই কলকাতায় অনুষ্ঠান করতে এসেছিলেন সোনু নিগম। দর্শকদের আচরণে ধমকও দিয়েছিলেন তিনি। সেই ভিডিও ভাইরাল হয়েছিল। এবার বেঙ্গালুরুর মঞ্চে দাঁড়িয়ে সোনু যা হাউ হাউ করে কেঁদে উঠলেন সোনু। হঠাৎ গায়কের চোখে জল দেখে আবেগ সামলাতে পারলেন না অনুরাগীরাও। তাঁদের কারও কারও ভিজল চোখের কোণ।
সোনু তাঁর সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন, বেঙ্গালুরুতে একটা অনুষ্ঠান ছিল। গাইতে গাইতে হঠাৎ ইমোশনাল হয়ে পড়লাম। কেঁদেই ফেললাম। আসলে সকালে ঘুম থেকে উঠেছিলাম শারীরিক, মানসিক ক্লান্তি নিয়ে। তবে আজ বেঙ্গালুরুতে অনুষ্ঠান করে বুঝেছি, কোনও শিল্পী কখনও নিখুঁত না গাইলেও, আবহ এমন তৈরি হয়ে যায়, শ্রোতারা অনায়াসে গানের সঙ্গে যোগ তৈরি করে নিতে পারে। আবেগে ভেসে তাঁরা কেঁদেও ফেলেন।”
দুবছর আগে মা’কে হারান সোনু নিগম। আজও গান গাইলে মায়ের কথা মনে পড়ে তাঁর। ‘ভুল ভুলাইয়া ৩’ ছবির ‘মেরে ঢোলনা’ গানটি গাওয়ার সময়ই কেঁদে ফেলেন বলে জানান গায়ক। সোনুর এই ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়।