
ওঙ্কার ডেস্ক- গত ৯ ফেব্রুয়ারি কলকাতায় অনুষ্ঠান করতে এসেছিলেন সোনু নিগম। অনুষ্ঠানের চাহিদা এতই ছিল যে প্রায় মাস ২ আগে থেকে বিক্রি শুরু হয়েছে সোনু নিগমের এই একক শোয়ের। দর্শকের কথা মাথায় রেখে অনুষ্ঠানের স্থান পরিবর্তন করে রাজারহাটে অনুষ্ঠানমাঠে। একেবারে নিজস্ব ভঙ্গিমায় গান ধরে নির্দিষ্ট সময়েই মঞ্চে ওঠেন গায়ক। এদিন তাঁর পরনে ছিল সবুজ সোনালি স্যুট। কিন্তু সমস্যা অন্য জায়গায় হচ্ছিল, বার বার আসন ছেড়ে দাঁড়িয়ে পড়তে শুরু করেন দর্শক গায়ককে একবার দেখার জন্য। তখনই গায়ক রেগে যান।
কিছু দিন আগেই এক অনুষ্ঠান মঞ্চে অসুস্থ হয়ে পড়েন গায়ক। কোমরের পেশিতে টান ধরে তাঁর। নিজেই সেই কথা সমাজমাদ্যমে শেয়ার করেছিলেন গায়ক। গানের অনুষ্ঠানটি ছিল পুনেতে। এবার কলকাতায় এসে মেজাজ ধরে রাখতে পারলেন না সোনু নিগম। অভিযোগ, এ দিনের অনুষ্ঠানে বার বার আসন ছেড়ে উঠে আসছিলেন কিছু দর্শকেরা। স্বাভাবিকভাবেই অনুষ্ঠানে সমস্যা হওয়ায় রেগে যান গায়ক। তিনি মাইক হাতে দর্শকদের বলেন, ‘‘এত যখন শখ দাঁড়িয়ে থাকার, যান ভোটে দাঁড়ান!” তারপর নিজেই দর্শকদের বসে পড়ার অনুরোধ করে বলেন, “তাড়াতাড়ি বসুন, আমার সময় চলে যাচ্ছে। এর পর আরও গান শোনাতে হবে।’’ তিনি কিছুটা বকুনি দিয়েই বলেন, ‘‘একদম চুপ করে বসবেন।’’ এরপরেই গায়কের এই ভিডিয়ো ভাইরাল হয় যায় সমাজমাধ্যমে। তারপর যদিও অনুষ্ঠানে আর কোনও সমস্যা হয়নি।