
ওঙ্কার ডেস্ক: ২ বছরের বেশি সময় ধরে চলছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া। সম্প্রতি ১০০০ পর্বে পৌঁছেছে এই ধারাবাহিক। তবে অসুস্থ হয়ে পড়েছেন নায়িকা ওরফে স্বস্তিকা ঘোষ। জানা গেছে, মাথায় গুরুতর চোট পেয়েছেন অভিনেত্রী। গল্পে এসেছে নতুন মোড়। জোরকদমে চলছে তারই শুটিংপর্ব। এর মাঝে নায়িকার জীবনে নেমে এল ঘোর বিপত্তি! মাথায় চোট পেয়েছেন নায়িকা।
জানা গিয়েছে বৃহস্পতিবার মেদিনীপুরে তিনি একটি অনুষ্ঠানে যোগ দিতে যান। পায়ে চোট উপেক্ষা করেই তিনি অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিলেন। এবার, মঞ্চে উঠতে গিয়ে মাথায় চোট পান অভিনেত্রী। তবে তাখন ব্যাথা অনুভব করেননি অভিনেত্রী। এরপর শুক্রবার সকালে তিনি ‘অনুরাগের ছোঁয়া’র শুটিংয়ে যোগও দিয়েছিলেন। শুটিং চলাকালীন ফের অসুস্থ বোধ করেন অভিনেত্রী। তারপরেই তড়িঘড়ি চিকিৎসকের কাছে যান।
এখন সুস্থ আছেন নায়িকা, আপাতত ফের অভিনয়ে ফিরেছেন নায়িকা। ডাক্তারের পরামর্শে শুটিংও শুরু করেছেন তিনি। জানা গেছে, চোট তেমন গুরুতর নয়। আপাতত শুটিংয়ে ব্যস্ত স্বস্তিকা।