
ওঙ্কার ডেস্ক: এবার সোজা বারানণসী একেনবাবু। পুরীর রহস্য সমাধান করে এবার শুরু করেছেন ‘দি একেন: বেনারসে বিভীষিকা’র শুটিং। একেনবাবু পাড়ি দিয়েছে বারাণসীতে। জানা গেছে, রবিবার থেকে ছবির শুটিং শুরু হয়েছে। তিনি জানিয়েছেন, বারণসী তাঁর পছন্দের জায়গা। এর আগে একাধিক বার সেখানে গেলেও শুটিং করতে এই প্রথম কাশীধামে পা রেখেছেন অভিনেতা। আর বলেন, সকলের সঙ্গে আবার দেখা, তা-ও আবার বারাণসীতে। আশা করছি আগামী কয়েক দিন খুব ভাল সময় কাটবে।
রবিবার ইউনিটের মধ্যে শুটিং হয়েছে। সোমবারে বারাণসীর ঘাট এবং বিখ্যাত গলিতে কিছু দৃশ্যের শুটিং করেছেন। একেন ছাড়াও অনির্বাণকে দেখা গেছে জটায়ুর চরিত্রে অভিনয় করতে। পরিচালক জানান রাজস্থানে একেনের অভিযানে যেমন ‘মহারাজা’কে শ্রদ্ধা জানানো হয়েছিল, এ বারেও সেদিকে নজর রাখব। বারণসী নিয়ে পরিচালকের অন্য স্মৃতি রয়েছে, জয়বাবা ফেলুনাথ দেখে জায়গাটা নিয়ে তাঁর আগ্রহ তৈরি হয়েছিল। তিনি সুযোগের অপেক্ষায় ছিলেন, এ বার সেই সুযোগের পুরোপুরি ব্যবহার করবেন বলেই আশা করা যায়।
এবারেও একেনের দুই সহকারীর চরিত্রে অভিনয় করছেন সুহোত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষ। ছবির অন্যান্য চরিত্রে থাকছেন, শাশ্বত চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু, ইশা সাহা, গৌরব চক্রবর্তী, ঋষভ বসু, দেবেশ চট্টোপাধ্যায় প্রমুখ। আগামী সাত দিন বারাণসীতেই চলবে শুটিং। এরপর কলকাতা।