
ওঙ্কার ডেস্ক: কয়েকমাস আগে, ফেলুদার শুটের জন্যে কাশ্মীর গিয়েছিলেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। ভূস্বর্গের রূপ দেখে মুগ্ধ হন সকলেই। স্বাভাবিকভাবেই কাজ মিটিয়ে ফিরেছিলেন দেশে। কয়েকমাস যেতে না যেতেই মঙ্গলবারের খবর চোখে পড়তেই আতঙ্কিত অভিনেতা। জানা গেছে, জঙ্গির এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারিয়েছেন ২৭ জন পর্যটক। কাশ্মীরের বৈসরণে ভয়াবহ দুর্ঘটনায় শিউরে উঠছেন সকলে।
বেশ কয়েকটি বাংলা সিনেপাড়ার কাজ হল কাশ্মীরে। ফিরেছে শান্তি, বেড়েছে পর্যটকদের ঢলও। সব মিলিয়ে টলিপাড়া আবার কাশ্মীরমুখো হয়েছিলেন। কিন্তু শান্তি বেশিদিন স্থায়ী হল না। আবারও ভয়ঙ্কর হয়ে উঠলো ভূস্বর্গ। এ বিষয়ে অভিনেতা অনির্বাণ জানান, সবার আগে একটা কথাই বলব, বাঙালির প্রিয় জায়গা, ঘোরার জায়গা, সেসব আলাদা। কিন্তু জঙ্গি হামলা, যেখানেই হোক না তা অতন্ত্য নিন্দামূলক কাজ। যে জায়গা শুটিং-এর জন্যে জনপ্রিয় নয়, সেখানেও এমন দুর্ঘটনা কাম্য নয়। সে পৃথিবীর যে প্রান্তেই হোক। যারা করছেন, তারা যে উদ্দেশ্য নিয়েই করে থাকুক না কেন, সেটা জানার প্রয়োজন নেই। এই ধরনের হামলা রুখতে যা-যা করণীয়, সরকারের পক্ষ থেকে সে সব পদক্ষেপ করা উচিত। অনেকদিন পর আবার কাশ্মীরমুখী হয়েছিল মানুষ। এই ঘটনার জেরে সকলের মনে আবারও ভয়-আতঙ্কের জন্ম নেবে। যারা এই কাজগুলো করেছে, তারা মোটেও চায় না কাশ্মীরে শান্তি বজায় থাকুক। দ্বিতীয়ত, সেখানের মানুষ আবারও মূলস্রোতে ফিরুক, সেটাও তারা চায় না। একটা ভয়ের বাতাবরণ তৈরি করে রাখতে চায়