
ওঙ্কার ডেস্ক: মার্চের তৃতীয় সপ্তাহে টিআরপির তালিকায় বড়সড় বদল। চেনা তালিকা থেকে থেকে ছিটকে গেল বেশ কিছু ধারাবাহিক। এই সপাতাহের টিআরপি তালিকা প্রকাশ্যে আসতেই সকলেই অবাক। প্রথম স্থানে এই সপ্তাহেও কোনও বদল হয়নি। কিন্তু চমকে দিয়েছে দ্বিতীয় স্থানাধিকারী। দুই নতুন ধারাবাহিক প্রথম সপ্তাহেই তালিকায় নিজেদের জায়গা করে নিয়েছে।
এই সপ্তাহেও প্রথম স্থান ধরে রেখেছে জি বাংলার ধারাবাহিক ‘পরিণীতা’। প্রাপ্ত নম্বর ৬.৮। বছরের শুরু থেকেই নিজেদের স্থান দখলে রেখেছে এই ধারাবাহিক। চলতি সপ্তাহেও তার কোনও হেরফের হয়নি। কিন্তু প্রাপ্ত নম্বর কিছুটা কমেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এই সপ্তাহের সবচেয়ে বড় চমক। জলসার ধারাবাহিক সেরা ৩ এ ফিরে এসেছে। স্থান দখল করেছে স্টার জলসার ‘রাঙামতি তীরন্দাজ’। তাদের এই সপ্তাহে তাদের নম্বর ৬.৭। ‘জগদ্ধাত্রী’ রয়েছে তৃতীয় স্থানে, তাদের প্রাপ্ত নম্বর ৬.৬। শুরু থেকেই প্রথম তিনে নিজের জায়গা ধরে রাখে এই ধারাবাহিক।
চতুর্থ স্থান দখল করেছে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘পরশুরাম’। মার্চ মাসেই হয়েছে এই ধারাবাহিক। প্রথম সপ্তাহেই ইন্দ্রজিৎ-তৃণা সাহা অভিনীত এই ধারাবাহিক টিআরপি তালিকার প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে। পঞ্চম স্থানে রয়েছে ‘কথা’র দখলে। এই সপ্তাহের টিআরপি তালিকায় আরও বদল প্রথম পাঁচের তালিকা থেকে ছিটকে গিয়েছে ‘ফুলকি’, ‘গীতা এলএলবি’র মতো জনপ্রিয় ধারাবাহিক। এই সপ্তাহে তাদের প্রাপ্ত নম্বর ৬.১। তারা যৌথ ভাবে রয়েছে ষষ্ঠ স্থানে। এবার ৫.৯ পয়েন্ট পেয়ে সপ্তম স্থানে রয়েছে জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ ও ‘চিরদিনই তুমি যে আমার’ এবং স্টার জলসার ‘গৃহপ্রবেশ’। অষ্টমে রয়েছে ‘চিরসখা’, তাদের প্রাপ্ত নম্বর ৫.৫। ৫.৩ নম্বর পেয়ে ‘মিত্তির বাড়ি’ নবম স্থানে রয়েছে। এবং দশমে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’।