
ওঙ্কার ডেস্ক: বৃহস্পতিবার মানেই সকল ধারাবাহিকপ্রেমীদের চোখ থাকে টিআরপি তালিকার দিকে। জানুয়ারি থেকে একভাবে টিআরপি তালিকায় শীর্ষে বসেছিল জি বাংলার পরিনীতা। এমনকি সেরা ৩ ছিল না অন্য কোনও ধারাবাহিক। কিন্তু এবারে বদলে গেল সেই তালিকা। সেরা পাঁচে জি বাংলার সঙ্গে রয়েছে স্টার জলসাও।
বিগত দেড় মাসের মতো এই সপ্তাহতেও প্রথম স্থানে সেই পরিণীতা। তবে গত সপ্তাহের থেকে নম্বর কমেছে। গত সপ্তাহে এই ধারাবাহিকের নম্বর ছিল ৮.০। এই সপ্তাহে সেই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৬। দুর্গা কি পারবে জগদ্ধাত্রীর সঙ্গে হওয়া অঘটনের বিচার করতে? এই নিয়েই জমজমাট প্লট! এই মুহূর্তে জমে উঠেছে জগদ্ধাত্রী। আর সেই কারণে টিআরপিতেও তাঁর প্রতিফলন। জগদ্ধাত্রী রয়েছে দ্বিতীয় স্থানে। অন্যদিকে, তৃতীয় স্থানে রয়েছেন ফুলকি। গত সপ্তাহ থেকে অনেকটাই কমেছে নম্বর এই সপ্তাহে ৬.৬ পেয়েছে ফুলকি। জলসা ভক্তদের জন্য সুখবর। এই সপ্তাহে তৃতীয় স্থানে শুধু ফুলকি নয় রয়েছে আরও এক ধারাবাহিক। তা হল স্টার জলসার রাঙামতী তিরন্দাজ। সেই ধারাবাহিকও পেয়েছে ৬.৬। চতুর্থ স্থানে রয়েছে ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’। অন্যদিকে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে যথাক্রমে গীতা এলএলবি, কথা ও মিত্তির বাড়ি। সেরা ১০ এ রয়েছে-
১) পরিণীতা- ৭.৬
২) জগদ্ধাত্রী- ৭.০
৩) ফুলকি ও রাঙ্গামতি তীরন্দাজ- ৬.৬
৪) কোন গোপনে মন ভেসেছে- ৬.৫
৫) গীতা এলএলবি- ৬.২
৬) কথা- ৬.১
৭) উড়ান- ৫.৯
৮) মিত্তির বাড়ি- ৫.৫
৯) আনন্দী- ৫.২
১০) গৃহপ্রবেশ- ৫.৩
টিআরপি চার্ট বড়ই অদ্ভুত। কে কখন কাকে ছাপিয়ে যাবে তা বলাই বাহুল্য। আগামী দিনে কী হয় এখন সেটাই দেখার।