
ওঙ্কার ডেস্ক- নিজের জায়গায় অনড় পরিণীতা। জানুয়ারি মাস থেকেই ফেব্রুয়ারিতেও প্রথম স্থান বজায় রেখেছে জি বাংলার ‘পরিণীতা’, টানা কয়েক সপ্তাহ জুড়ে শীর্ষ স্থান দখল করে রেখেছে এই ধারাবাহিকটি। ৮.০ নম্বর নিয়ে টিআরপি তালিকায় শীর্ষস্থান দখলে রেখেছে ‘পরিণীতা’। এই সপ্তাহে দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে ‘জগদ্ধাত্রী’। একটু পিছিয়ে গেল ‘ফুলকি’, ৭.৩ নম্বর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক। কোন গোপনে মন ভেসেছে ও গীতা এলএলবি ধারাবাহিক রয়েছে সেরা চারে। টিআরপি তালিকায় ৬.৬ নম্বর পেয়ে চতুর্থ স্থান দখল করেছে এই ধারাবাহিক। পঞ্চম স্থানে রয়েছে জলসার ধারাবাহিক রাঙামতি, তাদের প্রাপ্ত নম্বর ৬.৫। ষষ্ঠ স্থানে কথা। টিআরপি তালিকার সেরা ১০ এ রয়েছে-
১) পরিণীতা- ৮.০
২) জগদ্ধাত্রী- ৭.৫
৩) ফুলকি- ৭.৩
৪) কোন গোপনে মন ভেসেছে ও গীতা এলএলবি- ৬.৬
৫) রাঙ্গামতি তীরন্দাজ- ৬.৫
৬) কথা- ৬.৪
৭) উড়ান- ৫.৯
৮) আনন্দী ও মিত্তির বাড়ি – ৫.৫
৯) গৃহপ্রবেশ-৫.২
১০) চিরসখা- ৫.০
টিআরপির দৌড়ে কে কাকে ছাপিয়ে গেল সেই নিয়ে থাকে চরম উত্তেজনা, সেই সঙ্গে উদ্বেগও। প্রতি সপ্তাহেই বিনোদনপ্রেমী ও ধারাবাহিকের কলাকুশলীদের নজর থাকে টিআরপির তালিকার দিকে। গত কয়েক সপ্তাহ ধরেই বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকায় একটাই নাম শীর্ষস্থান দখল করে রেখেছে, তা হল- জি বাংলার ‘পরিণীতা’। কিন্তু কোন ধারাবাহিক এগিয়ে যাবে কে থাকবে পেছনে তা বলা মুশকিল। তাই প্রতি সপ্তাহেই চোখ রাখুন এই লড়াইয়ের দিকে।
ভিডিও দেখুন-