
ওঙ্কার ডেস্ক- চুম্বন কাণ্ড নিয়ে বেশ কিছুদিন ধরেই সঙ্গীতশিল্পী উদিত নারায়ণ সংবাদমাধ্যমের শিরোনামে রয়েছেন। মহিলা ও অনুরাগীকে চুমুর ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই নানা মন্তব্য করেছেন সাধারণ মানুষ ও তাঁর গায়কের অনুরাগীরা। সোশাল মিডিয়ায় নেটিজেনরা এবারের চুমু দিবসকে, উদিত দিবস নামেই পালন করেছিলেন। তবে উদিতজি এই চুমু কাণ্ডকে উড়িয়ে দিয়েছেন বার বার, কিন্তু চুমু পিছু ছাড়ছে না গায়কের। যেখানেই যাচ্ছেন, সেখানেই চুমর প্রসঙ্গ।
সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন উদিত নারায়ণ। আর সেই অনুষ্ঠানে তাকে ঘিরে ধরে ছবি শিকারিদের দল।সেখান থেকেই বলতে শোনা যায়, উদিতজি একটা চুমু হয়ে যাক! প্লিজ একটা চুমু দিন! কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেও উদিত পরমুহূর্তেই নিজেকে সামলে নিয়ে চুমু না দিয়েই খানিক হেসে সেই জায়গা থেকে বেরিয়ে যান। যা দেখে উদিত ভক্তদের মন্তব্য, “নিজেই নিজেকে ছোট করেছেন। কী দরকার ছিল এই সব চুমু খাওয়ার।”
পার্টিতে থাকা অন্যান্যরা ভেবেছিলেন এমন মন্তব্যে হয়তো উদিত নারায়ণ কোনও মন্তব্য করবেন, তবে তিনি কিছু না বলেই ক্যামেরা সামনে থেকে চলে যান। সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।