
ওঙ্কার ডেস্ক: চলে গেলেন ওড়িশি ফিল্মের প্রখ্যাত অভিনেতা উত্তম মোহান্তি। সিনেমার জগতে এ যেন এক ছন্দপতন। ওড়িয়ার সাথে সাথে একাধিক বাংলা সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন উত্তম মোহান্তি। গুরুতরভাবে অসুস্থ ছিলেন বর্ষীয়ান অভিনেতা। ৬৬ বছর বয়সেই জীবনাবসান। লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন তিনি। প্রথমে তাঁকে ভুবনেশ্বরের এক হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থা অবনতির কারণে এয়ারলিফ্টে দিল্লি স্থানান্তরিত করা হয়। তবে শেষরক্ষা হল না। দিল্লির হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিনেজগতের এই পরিচিত অভিনেতা।
১৯৭৭ সালে সিনেমা জগতে পথচলা শুরু। ৩০টি বাংলা ছবিতে অভিনয় করেছেন। উল্লেখ্য, ‘সুখের স্বর্গ’, ‘বিধির বিধান’, ‘আপন পর’ এর মতো ছবি। ‘নয়া জাহির’ নামে এক হিন্দি ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। বর্তমানে ‘বউ বুট্টু ভুটা’ ছবিতে কাজ করছিলেন। আগামী ১২ জুন ছবি মুক্তি। তার আগেই ওড়িশার প্রথম সুপারস্টার উত্তম মোহান্তির জীবনাবসানের খবরে, ভেঙে পড়েছে সিনেমহল।
অভিনেতার শেষকৃত্যে এসে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বলেন, ‘ওঁর চলে যাওয়া ওড়িশা সিনেমা জগতের অপূরণীয় ক্ষতি। রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করা হবে। উত্তম মোহান্তি ছিলেন ওড়িয়া সিনেশিল্পের নক্ষত্র। দু’দশকেরও বেশি সময় নায়কের ভূমিকায় রাজ করেছেন তিনি। বাংলা এমনকী হিন্দি ছবিতেও নিজের দক্ষতায় ওড়িয়া চলচ্চিত্রজগৎকে উচ্চ মাত্রায় পৌঁছে দিয়েছিলেন তিনি।’