
ওঙ্কার ডেস্ক- চলছে প্রেমের সপ্তাহ। এরই মাঝে একবাক্স চকোলেট ও লাল গোলাপ উপহার পেলেন নীলাঞ্জনা শর্মা। প্রেমের সপ্তাহ জুড়ে চলে সেলিব্রেশন। আর সেই সেলিব্রেশনের শুরুতেই বিশেষ উপহার প্রযোজকের কাছে। সেই ছবি নিজেই শেয়ার করেছেন নীলাঞ্জনা, সঙ্গে লিখেছেন ‘আসলেই ভালোবাসি’। স্বাভাবিকভাবেই নেটদুনিয়ায় শুরু হয়ে গিয়েছে আলোচনা। তাহলে কী যীশু সেনগুপ্তের জায়গায় নতুন মানুষ আসলো তাঁর জীবনে? নতুন প্রেমকে স্বাগত জানালেন নীলাঞ্জনাও? এই কৌতুহল কোনওভাবেই অস্বীকার করা যায়না।

গত বছরে তাঁর জীবনে বহু ঝড়ঝাপটা বয়ে গিয়েছে। মাতৃহারা হওয়ার পর যিশু সেনগুপ্তর সঙ্গে তাঁর দাম্পত্য ভাঙার খবরে তোলপাড় হয়েছে সমাজমাধ্যম থেকে সংবাদমাধ্যমও। নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছেন দুই মেয়ে সারা, জারাকে আঁকড়ে ধরে। মায়ের কাছ থেকেই পাঠ পেয়েছেন, ‘জীবনে ফিরে তাকাতে নেই।’ তাই নিজের মতো করে এগিয়ে চলেছেন নীলাঞ্জনা। এবার তাঁর ইনস্টাগ্রামেই দেখা গেল একবাক্স চকোলেট আর লাল গোলাপ। তাতেই গুঞ্জন শরু হয়েছে।
তবে না যেমনটা ভাবা হচ্ছে খবর কিন্তু তেমন নয়। জানা গিয়েছে, এই উপহার যে দিয়েছে সেও তাঁর খেয়াল রাখেন ও পছন্দ করেন। তাঁর ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকের অভিনেত্রী তানিয়া রায়ের তাঁকে এই উপহার পাঠিইয়েছেন। প্রেমের সপ্তাহে তিনিই প্রযোজককে বিশেষ উপহার পাঠিয়েছেন।