
ওঙ্কার ডেস্ক: সামাজিক বিয়ে সারলেন ভাইরাল ‘নন্দিনীদিদি’। বাগদান ও আইনি বিয়ে আগেই সেরেছিলেন। কিছুদিন আগেই ফেসবুক লাইভে এসে নন্দিনী গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ‘দোলের দিন যেদিন সকলে রং খেলছিলেন, আমি সেদিন সিঁদুর খেলেছি। সেদিনই এতদিন ধরে ওয়েট করা দিনটা আমার লাইফে এসেছে।’ জানা গেছে, দোলের দিনই নাকি ছিল তাঁর বিয়ের অনুষ্ঠান।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় স্মার্ট দিদি নন্দিনীর সিঁদুর দানের ভিডিও ভাইরাল। তিথি দাস নামক এক ব্লগার নন্দিনী দিদির বিয়ের ভিডিয়ো প্রকাশ্যে আনেন। আর তারপরেই নন্দিনী নিজেই গায়ে হলুদের অনুষ্ঠানের ভিডিয়োও সামনে আনেন। সেখানে দেখা গেছে, বিয়ের দিন সকালে গায়ে হলুদ ও বিয়ের অনুষ্ঠানের জন্য গাড়ি করে অনুষ্ঠানস্থলে যাচ্ছেন নন্দিনী। তবে ভাইরাল দিদি কোনও বাড়ি বা রিসোর্ট বা হোটেল বুক করে বিয়ে করেননি। বরং মন্দিরে সাতপাকে বাঁধা পড়েন প্রেমিকের সঙ্গে। শ্রীরামপুরের জগন্নাথ মন্দিরে বসেছিল তাঁদের বিয়ের আসর। ফলে সেখানে মাছ মাংসের কোনও আয়োজন ছিল না।
জানা গেছে, বিয়ের দিনও নিজের নিউটাউনের সি ব্লকে পাইস হোটেলে রান্না সেরে তবেই বিয়ে করতে যান নন্দিনী। শাড়ি পরে সেজেগুজে কুমড়ো ভাজতেও দেখা যায় তাঁকে। শুধু কুমড়োই নয়, এদিনও নিজের হোটেলে একাধিক রান্না সেরে বিয়ে করতে যান নন্দিনী দিদি। তাঁর কথায়, শুধু চিকেন ছাড়া, বাকি সব রান্না তিনিই করেছেন। এমনকি দোকানে কাস্টমারদের পার্সেলও করতেও দেখা গেছে। তারপর কাজ সেরে রওনা হন বিয়ে করতে।
প্রসঙ্গত, ২০২৩-এর শেষেই রুদ্র দাসের সঙ্গে নিজের সম্পর্কের কথা সামনে এনেছিলেন তিনি। আইনি বিয়ে আগে হয়ে গেলেও হোলির দিনই তাঁর সামাজিক বিয়ের আয়োজন করা হয়েছিল।