
ওঙ্কার ডেস্ক- ইউটিউবার রণবীর আল্লাবাদিয়া এবং কমেডিয়ান সময় রায়নার বিতর্কিত মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলছে জোর তরজা। সেই ঘটনায় নড়েচড়ে বসেছে সংসদও। বেশ কয়েকজন সাংসদ রণবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে। এবার এই ঘটনাকে ঘিরে এবার ইঙ্গিতপূর্ণ বিজ্ঞাপন দিয়ে কটাক্ষ করল খাদ্য সরবরাহ সংস্থা ‘ম্যাজিকপিন’।
একটি রোডসাইড বিজ্ঞাপনে লেখা হয়েছে, ‘India’s Lost Talent. কমেডির সীমা থাকা উচিত, কিন্তু ডিসকাউন্টের নয়।’ বিজ্ঞাপনটিতে ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ শোয়ের প্যানেলিস্টদের মতো দেখতে অ্যানিমেটেড চরিত্রগুলিকে হাসতে দেখা যায়। ‘ম্যাজিকপিন’এর সমাজমাধ্যমে বিজ্ঞাপনটি শেয়ার করে লেখা হয়েছে, ‘কমেডিতে কি আবারও ম্যাজিক ফিরিয়ে আনা যায়?’
বিতর্কের মুখে পড়ে সোমবার রণবীর সমাজমাধ্যমে ক্ষমাও চেয়েছেন। তবে ইতিমধ্যেই তাঁদের নামে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। এই শোয়ের সঙ্গে যুক্ত প্রায় ৩০-৪০ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে মহারাষ্ট্র সাইবার সেল। অভিযুক্তদের নোটিস পাঠানো শুরু হয়েছে। মুম্বই পুলিশও রণবীরের বাড়িতে গিয়ে তদন্তের কাজ চালাচ্ছে। জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে তলব করা হয়েছে রণবীর, সময় রায়না এবং আরও কয়েকজনকে। শুনানির তারিখ নির্ধারিত হয়েছে আগামী ১৭ ফেব্রুয়ারি। অসমেও রণবীর এবং অন্যান্যদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অন্যদিকে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, ‘যারা শালীনতার সীমা লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।