
ওঙ্কার ডেস্ক: টলিপাড়ার পরিচত মুখ অভিনেতা সায়ন্ত মোদক, তিনি ইউটিউবারও। সম্প্রতি তাঁকে ঘিরেই শুরু হয়েছে শোরগোল, উঠেছে বড় অভিযোগ। তাঁর দুই প্রাক্তন প্রেমিকা এবার মুখ খুললেন তাঁর বিরুদ্ধে। জানা যাচ্ছে অপমান-অসম্মান এমনকি মারধরেরও অভিযোগ রয়েছে সায়ন্তর বিরুদ্ধে। সম্প্রতি সায়ন্ত প্রেমিকা কিরণ মজুমদারের সঙ্গে ইউটিউবে ভিডিয়ো করা বন্ধ করে দেন। তিনি নিজেই ইঙ্গিত দেন বিচ্ছেদের। এরপরেই তাঁর সর্বশেষ প্রেমিকা কিরণের বিরুদ্ধে ঝড় ওঠে সামাজিক মাধ্যমে। তাঁকে ঘিরে একের পর কুমন্তব্য করতে থাকেন সায়ন্তের ফ্যানেরা।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিরণ নিজের ইউটিউব চ্যানেলে কাঁদতে কাঁদতে সায়ন্তের বিরুদ্ধে নানা অভিযোগ আনেন। মানসিক অত্যাচার, কিরণের টাকায় দামি জিনিস কেনাসহ একাধিক অভিযোগ নিয়ে সোচ্চার হতে দেখা যায় তাঁকে।
অন্যদিকে, কিরণের এই ভিডিয়োবার্তায় নেটাগরিকেরা দ্বিধাবিভক্ত। অনেকেই সহানুভূতি দেখিয়েছেন মডেল-অভিনেত্রীকে। সেই সমর্থন আরও বাড়ে সায়ন্তের প্রথম প্রেম দেবচন্দ্রিমা সিংহ রায়ের একটি মন্তব্যে। তিনি কিরণের ভিডিয়ো বার্তার নীচে লেখেন, “আমি তোমাকে ব্যক্তিগত ভাবে চিনি না। তোমার ভিডিয়ো দেখে আমি কিরণ মজুমদারকে দেখতে পেলাম না। ২০২১ সালের দেবচন্দ্রিমাকেই দেখতে পেলাম। এই ভিডিয়োটি আমার ২০২১ সালেই বানানো উচিৎ ছিল। কথায় বলে না পাপ বাপকেও ছাড়ে না, এবার যেন মাকেও ছাড়তে না পারে।” আরও বোমা ফাটান দেবচন্দ্রিমা। কিরণকে জিজ্ঞাসা করেন, “ও কি তোমার উপরেও হাত তুলেছে? ওকে আমি আর ছাড়ব না। তোমার ফোন নম্বরটা একটু আমাকে দেবে। বোন তুমি ভয় পেয়ো না, তোমার দিদি এখন কলকাতাতেই আছে।”
দেবচন্দ্রিমা, কিরণের মাঝে অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্রের সঙ্গেও প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন সায়ন্ত। বিচ্ছেদের পর প্রিয়াঙ্কা সেই সম্পর্ককে ‘অসুস্থ’ তকমা দিয়েছিলেন। এ বিষয়ে অবশ্য দেবচন্দ্রিমা, প্রিয়াঙ্কা, কিরণ কেউ আলাদাভাবে মুখ খোলেননি। তবে এই নিয়ে নেটদুনিয়ায় চলছে জোর তর্জা কেউ আঙ্গুল তুলছেন সায়ন্তর বিরুদ্ধে তো কেউ আবার কিরণের বিরুদ্ধে। তবে এই ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়েছেন কিরণ বাবা। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।