
মাটি দাস, ওঙ্কারঃ চলতি চছর জুন মাসে দীর্ঘ দিনের ঘনিষ্ট বন্ধু জাহির ইকবালকে বিয়ে করেছেন শ্ত্রুঘ্ন কন্যা সোনাক্ষী। পারিবারের মতে ভিন্ন ধর্মে বিয়ে হলেও, খুব সহজ – সরল ছিল না। “দাবাং” অভিনেত্রি সোনাক্ষীর বিয়ের আগে বিস্তর জল ঘোলাও হয়। সোশ্যাল মিডিয়ায় ছরিয়ে পরেছিল উত্তাপ। কান পাতলেই শোনা যেত একাধিক গুঞ্জন।
কিন্তু সব কিছুকে উপেক্ষা করে বিয়ের পর থেকেই দেশ-বিদেশে ঘুরে বেড়িয়েছেন স্বামী- স্ত্রী। তবে কি শীঘ্রই তাঁদের এই সংসারে আতিথির আগমন হবে? পরিবার বাড়ানোর পরিকল্পনা নিয়ে কি বললেন নবদম্পতি।
সোনাক্ষীর বিয়েতে ছিল না কোনও ধর্মীয় আচার অনুষ্ঠান। আইনি মতে বিয়ে করেন তারকা দম্পতি। আড়ম্বরহীন বিয়েতে সোনাক্ষীর সাজও ছিল একদম ছিমছাম। নিমন্ত্রিতদের মধ্যে ছিলেন হাতে গোনা আত্মীয় পরিজন ও বি-টাউনের গুটি কয়েক ঘনিষ্ঠ বন্ধুবান্ধব। যদিও তাঁদের বিয়ের পর থেকেই অভিনেত্রী নাকি অন্তঃসত্ত্বা, এমন কানাঘুষো শোনা গিয়েছে বার বার। সে সবই যে গুজব , জানালেন অভিনেত্রী। স্বামিকে সঙ্গে নিয়ে এক সাক্ষাৎকারে তিন বলেন, ‘‘আমরা বিয়ের পর ভীষণ সুখে রয়েছি। একে অপরের সঙ্গে দারুণ জীবন উপভোগ করছি। আপাতত সেটাই করতে চাই। আমরা দু’জনেই তো এখনও শিশু। আসলে, সন্তান এলে ব্যাস্ত হয়ে পরব। তাই আপাতত আমরা পরস্পরের সঙ্গটাই উপভোগ করতে চাই।’’
একা জ়াহির নয় শ্বশুর শাশুড়ি নিয়ে ভরা সংসার সোনাক্ষীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনাক্ষীর শাশুড়ি বলেন, “সোনাক্ষী আসলে খাঁটি সোনা।” সোনা আমার ছেলের বউ নই, আমার মেয়ে। এক কথায় শ্ত্রুঘ্ন কন্যা সোনাক্ষীকে নিয়ে সোনায় সোহাগা। জ়াহিরের বাবা বৌমা সম্পর্কে বলেন, “সোনাক্ষীর মন সোনার মতো। জ়াহিরের জন্য সোনাক্ষীর থেকে ভাল কোনও মেয়ে হতেই পারত না। ওদের দু’জনকে একসঙ্গে সুখী দেখে আমরাও খুশি। ঈশ্বর ওদের মঙ্গল করুন।”