
ওঙ্কার ডেস্ক: ইউটিউব কেরিয়ারের এক দশক পূর্তি উপলক্ষ্যে ডায়মন্ড প্লে বাটনের সম্মান পেলেন জনপ্রিয় ইউটিউবার ও পডকাস্টার রণবীর আল্লাবাদিয়া। ‘বিয়ার বাইসেপস’ নামে পরিচিত এই কনটেন্ট ক্রিয়েটর। শনিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তাঁকে ডায়মন্ড প্লে বাটন খুলে ধরতে দেখা গিয়েছে। ১০ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবারের মাইলস্টোন পেরোলে ইউটিউব এই সম্মান দেয়।
ভিডিওতে জুড়ে রয়েছে তাঁর কনটেন্ট নির্মাণের দশ বছরের পথচলা। রয়েছে প্রথম দিকের ক্লিপিং, দেশের বহু প্রভাবশালী ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎকার এবং সেই সঙ্গে সাম্প্রতিক বিতর্কের প্রসঙ্গও। ভিডিওর ক্যাপশনে ইউটিউবার লিখেছেন, “ওয়াডলার এক ছেলে এই দিনের স্বপ্ন দেখেছিল বড় স্বপ্ন দেখার। গত ১০ বছরের জন্য ধন্যবাদ।” এর পাশাপাশি তিনটি আলাদা ছবিতে ইউটিউবের সিলভার, গোল্ড ও ডায়মন্ড প্লে বাটনের সঙ্গে পোজ দিতে দেখা যায় তাঁকে। পোস্টের ক্যাপশন ছিল সংক্ষিপ্ত—“easy”। তবে অনেকেই ছবিতে অনেক রকম মন্তব্য করেছেন। কেউ বলেছেন, ‘এত কিছুর পরেও একটুও লজ্জা নেই।’ কেউ কেউ আবার আনন্দও প্রকাশ করেছেন।
সম্প্রতি India’s Got Latent নামের এক কমেডি শোয়ে কিছু মন্তব্য নিয়ে বিতর্কে জড়ান রণবীর। যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং তীব্র সমালোচনার শিকার হন রণবীর।