
ওঙ্কার ডেস্ক: সেলিব্রিটিদের নিয়ে ফ্যান পেজ থেকে শুরু করে একাধিক অ্যাকাউন্ট তৈরি হয় সোশাল মিডিয়ায়। বর্তমানে ‘ব্লু টিক’ দেখে নির্ধারিত হয় আসল-নকল! কিন্তু তাতেও কি রেহাই মেলে তারকাদের? অধিকাংশ সময়েই ফ্যান পেজ হোক বা তারকাদের নাম দিয়ে তৈরি করা ভুয়ো কোনও অ্যাকাউন্ট থেকে নানা ধরনের তথ্য শেয়ার করা হয়, যা কিনা পুরোপুরিই তাঁদের অজান্তে। ফলঃস্বরূপ মুঠোফোনের যুগে হু হু করে বিক্রি হয়ে যায় বিতর্কিত কিংবা মুখরোচক খবর। ভক্তদের ভালোবাসার মাশুল গুনতে হয় সেলেবদের। সম্প্রতি এমন অভিজ্ঞতার শিকার হয়ে সোশাল মিডিয়াতেই সরব হলেন গায়ক সোনু নিগম।
গায়কের দাবি, তার নাম-পরিচয় ব্যবহার করে সোশাল মিডিয়ায় অ্যাকাউন্ট ভর্তি রয়েছে। যার সবগুলোই ভুয়ো। সেসব পেজগুলো থেকে একেক সময়ে বিভিন্ন মন্তব্য করা হচ্ছে, আবার কোনওসময়ে বিতর্কিত সব তথ্য শেয়ার করা হচ্ছে। অনেকে আবার নিজেকে সোনু নিগমের টিমের সদস্য বলে দাবি করেও এমন কাজ চালিয়ে যাচ্ছে। বিষয়টি নজরে পড়তেই সকলকে সতর্ক করলেন গায়ক। সোমবার গভীর রাতে সোনু নিগম ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেন সেখানেই তিনি জানান, ‘দেখছি, অনলাইনে আমার নাম-পরিচয় ব্যবহার করা হচ্ছে। দয়া করে মনে রাখবেন যে, আমার টিমের কেউই কোনও কারণে আমার পক্ষ থেকে কারও সঙ্গে যোগাযোগ করেনি। যদি কেউ আমার ম্যানেজমেন্ট টিমের সদস্য বলে নিজেকে দাবি করে তাহলে দয়া করে সতর্কতা অবলম্বন করুন।’
সোনু নিগম আরও দাবি করেন যে, গত আট বছর ধরে তিনি এক্স হ্যান্ডেলে অ্যাক্টিভ নন। তা সত্ত্বেও তাঁর নামে বেশ কয়েকটি অ্যাকাউন্ট এখনও চলছে পুরদমে। সোনু সাবধান করেন বলেন, ‘কিছু অ্যাকাউন্ট রয়েছে যেগুলি দেখলে আমার বলে মনে হলেও আসলে এই অ্যাকাউন্টগুলি চালাচ্ছে অন্য কেউ। ভক্তদের উদ্দেশে গায়কের বার্তা, “আমার নামে কোনও সন্দেহজনক কিংবা ভুয়ো বার্তা পেলে সেই অ্যাকাউন্টটি রিপোর্ট বা ব্লক করতে পারলে খুব ভালো হয়।” প্রসঙ্গত, গত মার্চ মাসেই শ্রেয়া ঘোষালের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট হ্যাক হয়। এবার সোশাল মিডিয়ায় পরিচয় বিভ্রাটের শিকার সোনু নিগম।