
ওঙ্কার ডেস্ক: টলিপাড়ায় অভিনেতারা তাঁদের কাজের সঠিক মূল্যায়ণ পান না! এমনকী ন্যায্য পরিশ্রমিক থেকেও অনেকসময় বঞ্চিত হন- এই অভিযোগ নতুন নয়। এবার সেই একই অভিযোগে মুখ খুললেন টলিপাড়ার তারকা জুটি সৌরভ দাস ও দর্শনা বণিক। অভিযোগ, শহরের বাইরে এক অনুষ্ঠানে গিয়ে নাকি হেনস্তার শিকার হন ওই তারকা জুটি। সমাজমাধ্যমে ঘটনা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন তাঁরা।
প্রসঙ্গত, সৌরভ জানিয়েছেন, শনিবার মালদহ শহরে তাঁদের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল। ই-মেলের মাধ্যমে তাঁদের জানানো হয়, অনুষ্ঠানের দু’দিন আগেই এই তারকা জুটি তাঁদের প্রাপ্য পারিশ্রমিক পেয়ে যাবেন। অথচ পারিশ্রমিক তো দূরের কথা অনুষ্ঠানের দিন উপস্থিত হলেও তাঁদের সঙ্গে কেউ যোগাযোগ করেননি। সৌরভ আরও বলেন, “অনেক চেষ্টা করে উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। তবে উদ্যোক্তাদের পক্ষ থেকে বলা হয়েছিল, অনুষ্ঠানে যোগদান করলেই পারিশ্রমিক পেয়ে যাবেন সৌরভ। সেই মতো সৌরভ বিষ্ণুপুর থেকে এবং দর্শনা লখনউ থেকে সোজা মালদহে চলে যান। এরপরও আমাদের পারিশ্রমিক দেওয়া হয়নি। এমনকী সেভাবে যোগাযোগ পর্যন্ত করা হয়নি।”
সৌরভের কথার সূত্র ধরেই দর্শনা বলেন, “এছাড়াও আরও অনেক রকমের হেনস্তা করা হয়েছে তাঁদের।” সেইসব কথা এই ভিডিওতে জানান নি দম্পতি। একইসঙ্গে সেই অনুষ্ঠানে যোগ না দেওয়ার বিষয়টিও স্পষ্ট করে দেন অভিনেত্রী। মালদহবাসী তথা সাধারণ মানুষের কাছে যাতে ভুল বার্তা না যায় সেই কারণেই তাঁরা এই ভিডিওটি করেছেন বলে জানিয়েছেন সৌরভ।